• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইয়েমেনে মৌসুমী ঝড়ে ১১ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ২১, ২০১৮, ০৬:০৯ পিএম
ইয়েমেনে মৌসুমী ঝড়ে ১১ জনের মৃত্যু

ঢাকা: ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় মাহরা প্রদেশে মৌসুমী ঝড় ও বন্যায় এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহের বৈরী আবহাওয়ায় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ২৫ জন। সপ্তাহব্যাপী ঝড় আর আকস্মিক বন্যায় বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে ৩ হাজার ৮শ’ পরিবার। স্থানীয় জরুরি ত্রাণ কমিটির সদস্য আজান আল কামেরি জানিয়েছেন, শনিবার প্রাদেশিক রাজধানী আল ঘায়জার বিভিন্ন স্থানে বন্যায় ভেসে গিয়ে মারা যাওয়া ৩ জনের লাশ উদ্ধার করা হয়।

জরুরি উদ্ধারকারী দল এখনও নিখোঁজ ২৫ জনের অনুসন্ধান চালাচ্ছে। ঝড় শুরুর প্রথম থেকে তারা নিখোঁজ ছিলেন। চলতি মাসের শুরুতে আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'লুবান' ওমান উপকূল অতিক্রম করার পর গত সপ্তাহে ইয়েমেনে বন্যা শুরু হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!