• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইয়েমেনের সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৬০ সেনা নিহত


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ১৯, ২০২০, ১১:১৬ এএম
ইয়েমেনের সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৬০ সেনা নিহত

ঢাকা : মধ্যপ্রাচ্যের সংঘর্ষ কবলিত রাষ্ট্র ইয়েমেনের মারিব শহরে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত  ৬০ সেনার প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন বাহিনীর বেশকিছু সদস্য।

শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে শহরটির এক সামরিক ঘাঁটিতে হামলাটি চালানো হয়। এতে অনেক ইয়েমেনি সেনা হতাহত হন। 

ইয়েমেন সরকারের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সাহায্যে হামলাটি চালানো হয়। যদিও মর্মান্তিক এই হামলার সত্যতা নিশ্চিত করে হুথিদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাঠানো হয়নি। 

বিশ্লেষকদের মতে, সংঘর্ষ কবলিত রাষ্ট্রটিতে মূলত ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ইয়েমেনি প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর আল-হাদির সরকারকে সহায়তার নামে হুথিদের বিরুদ্ধে লড়াই করছে সৌদি জোট। যদিও ইরান সমর্থিত শিয়াপন্থি গোষ্ঠীটির দাবি, দেশটিতে সরকারের সমর্থনে বিদেশি দুঃশাসনের বিরুদ্ধে তারা লড়াই চালিয়ে যাচ্ছে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!