• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঈদের ৩ দিন আগেই বন্ধ হচ্ছে যেসব পরিবহণ


নিজস্ব প্রতিবেদক জুলাই ৪, ২০২০, ০৯:৩৯ পিএম
ঈদের ৩ দিন আগেই বন্ধ হচ্ছে যেসব পরিবহণ

ঢকা: বাংলাদেশে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিনকে দিন বাড়ছেই। এমন অবস্থায় বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা রেড জোন করে লকডাউন করা হয়েছে। তাই এবার কোরবানির ঈদে বাড়ি যাওয়া নিয়ে দেখা দিয়েছে শংসয়।

আবার অনেকেই বেতন-ভাতা নিয়ে পড়েছেন চিন্তায়। বেতন পাবেন কি পাবেন না? সেই চিন্তায় ঘুম হারাম অনেকের। বেতন পেলেন কিন্তু পরিবহন বন্ধ থাকলে যাবেন কিভাবে এই চিন্তাও রয়েছে অনেকের মধ্যে।

এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঈদ উল আযহার ৩ দিন আগে থেকে সড়ক মহাসড়কে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান বন্ধ রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, কৃষি, শিল্প ও রপ্তানিমুখী পণ্য, চিকিৎসা সরঞ্জাম, ত্রাণ, জ্বালানি, ওষুধ, খাদ্যদ্রব্য,পচনশীল পণ্যসহ জরুরি সার্ভিস এর আওতামুক্ত থাকবে।

ঈদের আগে পরে ৮ দিন সড়ক-মহাসড়ক সংলগ্ন সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!