• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উইজডেনের বর্ষসেরা ক্রিকেটারের নাম ঘোষনা


ক্রীড়া ডেস্ক এপ্রিল ৮, ২০২০, ০৬:৫৫ পিএম
উইজডেনের বর্ষসেরা ক্রিকেটারের নাম ঘোষনা

ঢাকা: ভারতের বিরাট কোহলিকে টপকে ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের-২০২০ সংস্করণের সেরা নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। ২০০৫ সালে অ্যান্ড্রু ফ্লিনটফের পর প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে এ কীর্তি গড়লেন তিনি।

উইজডেনের সেরা ৫ ক্রিকেটারের মধ্যে অস্ট্রেলিয়ার তিনজন। দুইজন ইংল্যান্ডের ক্রিকেটার।

গেল বছর প্রথমবারের মতো ইংলিশদের ওয়ানডে বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন উইজডেন সেরা স্টোকস। পাশাপাশি ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ ড্রয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।এসব কৃতিত্বেরই বড় স্বীকৃতি পেলেন এই অলরাউন্ডার।

বুধবার (৮ এপ্রিল) প্রকাশিত উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের ১৫৭তম সংস্করণের ‘লিডিং ক্রিকেটার অব দ্য ইয়ার’ হন স্টোকস। গেল তিন সংস্করণে খেতাবটি ধরে রেখেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক কোহলি।

এদিকে নারী ক্রিকেটে উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’ মনোনীত হয়েছেন অস্ট্রেলিয়ার এলাইসা পেরি। ইংল্যান্ডের বাইরে প্রথম নারী ক্রিকেটার হিসেবে এ টাইটেল জিতলেন তিনি।

পেরিসহ উইজডেনের বর্ষসেরা পাঁচে থাকা বাকি চারজন হলেন স্টোকসের বিশ্বকাপজয়ী সতীর্থ পেসার জোফরা আর্চার, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও মার্নাস লাবুশেন এবং দক্ষিণ আফ্রিকার সিমন হার্মার।

শেষেরজন কাউন্টি চ্যাম্পিয়নশিপে এসেক্সকে দ্বিতীয় শিরোপা এনে দিতে ভূমিকা রেখেছেন। এছাড়া টি-টোয়েন্টির শীর্ষ ক্রিকেটার মনোনীত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!