• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উত্তরে নামছে শীতের কুয়াশা, দক্ষিণে বৃষ্টি


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৬, ২০১৯, ০২:০৪ পিএম
উত্তরে নামছে শীতের কুয়াশা, দক্ষিণে বৃষ্টি

ঢাকা : আজ ১ কার্তিক, বাংলা ১৪২৬ সাল। দেশের উত্তরাঞ্চলের প্রকৃতি এরই মধ্যে জানান দিচ্ছে শীতের আগমন বার্তা। ইতোমধ্যে শেষরাতে হাল্কা ঠান্ডা অনুভূত হচ্ছে। দেশের উত্তরাঞ্চের অনেক স্থানে এরই মধ্যে কুয়াশা পড়তে শুরু করেছে। বাজারে আসছে শীতের সবজি। তবে দেশের দক্ষিণে এখনো হাল্কা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত রয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে।

চট্টগ্রাম, বরিশাল ও সিলেট এবং ঢাকা বিভাগসহ দক্ষিণাঞ্চলের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নেয়ায় দেশের উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকায় রাতে হাল্কা শীত ও কুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!