• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উত্তেজনা ছড়িয়ে রোনালদোর জুভেন্টাসকে হারাল অ্যাটলেটিকো


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ২১, ২০১৯, ১১:৪৯ এএম
উত্তেজনা ছড়িয়ে রোনালদোর জুভেন্টাসকে হারাল অ্যাটলেটিকো

ঢাকা: উত্তেজনা ছড়িয়ে শেষে এসে নাটকীয়ভাবে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাসকে হারিয়ে দিল অ্যাটলেটিকো মাদ্রিদ। অথচ খেলা দেখে মনে হচ্ছিল, ম্যাচটি ড্রয়ের দিকেই এগোচ্ছে। কিন্তু দুই ডিফেন্ডার হঠাৎই পাল্টে দিলেন দৃশ্যপট। হোসে মারিয়া হিমেনেস ও ডিয়েগো গোডিন। তাদের গোলেই জুভেন্টাসকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে এক পা দিয়ে রাখল অ্যাটলেটিকো মাদ্রিদ।

মাদ্রিদে নিজেদের মাঠে বুধবার রাতে সেরা ষোলোর প্রথম লেগে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাটলেটিকো। অথচ মাঠের লড়াইয়ে সমান তালেই লড়েছিল দুই দল। এমন কী শুরুতেই এগিয়ে যেতে পারতো জুভেন্টাস। খেলার নবম মিনিটে একটুর জন্য  রোনালদোর সেই ট্রেডমার্ক ফ্রি-কিক আশ্রয় নেয়নি অ্যাটলেটিকোর জালে।

সুযোগ অবশ্য অ্যাটলেটিকোও কম পায়নি। কিন্তু ফিনিশিং ভুগিয়েছে তাদেরও। ৫০মিনিটে জুভেন্টাসের গোলরক্ষককে একা সামনে পেয়েও সুযোগটা কাজে লাগাতে পারেননি ডিয়েগো কস্তা। এভাবে দুই দলই গোল মিসের মহড়া দিয়ে গেছে।

কিন্তু ৭৮তম মিনিটে এসে লিড নেয় অ্যাটলেটিকো। মারিও মানজুকিচের ভুলে বল জুভেন্টাসের জালে পাঠিয়ে দেন হোসে মারিয়া হিমেনেস। এরপর ৮৩ মিনিটে আবারো আরেক উরুগুইয়ানের গোল। এবার গোডিন খুঁজে নেন নিশানা।

এরপর বাকী সময়টাতে অন্তত একটি অ্যাওয়ে গোলের জন্য মরিয়া হয়ে উঠেছিল জুভেন্টাস। কিন্তু গোলের দেখা পাননি রোনালদোরা। ১২ মার্চ চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি পর্বে নিজেদের মাঠে কঠিন চ্যালেঞ্জে পড়তে যাচ্ছে জুভেন্টাস। বড় ব্যবধানে জিতলেই কেবল মিলবে কোয়ার্টার ফাইনালের টিকিট।


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!