• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উপজেলা নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে


নিজস্ব প্রতিবেদক মার্চ ১০, ২০১৯, ০৯:১৯ পিএম
উপজেলা নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে

ঢাকা : উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

রোববার (১০ মার্চ) প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন শেষে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ইসি সচিব বলেন, ‘৭৮টি উপজেলার পাঁচ হাজার ৮৪৭টি কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বিভিন্ন অনিয়মের কারণে ২৮টি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে। সেখানে পরবর্তীতে ভোট হবে। এছাড়া অন্য কেন্দ্রগুলোতে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।’

ভোটারদের উপস্থিতির বিষয়ে কমিশন সন্তুষ্ট কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ভোটার উপস্থিতির ব্যাপারে আমরা যতটুকু জেনেছি তা মোটামুটি সন্তোষজনক।

স্বাভাবিকভাবে নির্বাচন যখন খুব বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক হয় এবং সব রাজনৈতিক দল অংশগ্রহণ করে তখন ভোটারদের উপস্থিতি বাড়া স্বাভাবিক। যখন অনেক বেশি প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকেন, অনেক বেশি রাজনৈতিক দল অংশগ্রহণ করে তখন স্বাভাবিকভাবেই ভোটারদের উপস্থিতি বাড়তে থাকবে।’

অনিয়মের কারণে কারো বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এ পর্যন্ত সিরাজগঞ্জে দুইজন প্রিজাইডিং অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অনিয়মের সঙ্গে জড়িত এ রকম বেশ কয়েকজনকে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!