• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উপজেলা নির্বাচনেও জয় অব্যাহত রাখতে চায় আ.লীগ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০১৯, ১২:৩৯ পিএম
উপজেলা নির্বাচনেও জয় অব্যাহত রাখতে চায় আ.লীগ

ঢাকা: সংসদ নির্বাচনের মতোই উপজেলা নির্বাচনেও জয় ধরে রাখতে চায় আওয়ামী লীগ। এজন্য সব দিক থেকে যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেয়া হবে জানাচ্ছেন দলের নীতি নির্ধারকরা। প্রথমবারে মতো দলীয় প্রতীকে হতে যাওয়া এ নির্বাচনে জোটগতভাবে অংশ নেবে না আওয়ামী লীগ।

সংসদ নির্বাচনের পর দুই মাস বিরতি দিয়ে উপজেলা নির্বাচন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে পঞ্চম উপজেলা নির্বাচনের তফসিল।

প্রথম বারের মতো দলীয় প্রতিকে অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচন নিয়ে প্রস্তুতি নিতে শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ইতিমধ্যে কার্য নির্বাহী কমিটির সভায় নেতাদের এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা।

দলের নীতি নির্ধারকরা জানান, উপজলো নির্বাচনে প্রার্থী বাছাইয়ে তৃণমূলের মতামত নেয়া হবে। এর ভিত্তিতেই ১৮ সদস্য বিশিষ্ট দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড প্রার্থী চুড়ান্ত করবে।

জাতীয় নির্বাচনে জোট গঠিত হলেও উপজেলা নির্বাচনে সেটি হচ্ছে না। আওয়ামী লীগের মতে, আলাদা ভাবে নির্বাচন করলে রাজনৈতিক দলগুলো তাদের সাংগঠনিক শক্তি সুদৃঢ় করতে পারবে।     

দলের সাধারণ সম্পাদকের নেতৃত্বে চার যুগ্ম সাধারণ সম্পাদক ও আট বিভাগের সাংগঠনিক সম্পাদক উপজেলা নির্বাচনের কাঝ করবেন। এছাড়া, দলের সিদ্ধান্তের বাইরে কেউ প্রার্থী হলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারী দিচ্ছেন নেতারা।

স্থানীয় সরকার আইন অনুযায়ী মেয়াদ শেষের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে উপজেলা নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। এবার পাঁচ ধাপে উপজেলা নির্বাচন করবে নির্বাচন কমিশন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!