• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি


কক্সবাজার প্রতিনিধি সেপ্টেম্বর ১২, ২০১৯, ০২:৪৯ পিএম
উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি

কক্সবাজার : এবার জেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে  শারদীয় দূর্গোৎসব পালিত হবে। এ জন্য  প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান ও নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিটি পূজা মন্ডপে পুলিশের পাশাপাশি আনসার- ভিডিপির সদস্যরা দায়িত্ব পালন করবে। আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে  প্রস্তুতি মূলক  ও আইন-শৃঙ্খলা বিষয়ক সভা ও মতবিনিময় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একথা বলা হয়।

জেলা ও পুলিশ প্রশাসন আজ পৃথক সময়ে  এ অনুষ্ঠান দুইটির আয়োজন করে। শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ।

অন্যদিকে জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

এসময় জেলা ও পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এবং জেলা ও উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!