• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঋণ থেকে মুক্তি লাভের দোয়া


সোনালীনিউজ ডেস্ক মে ১৫, ২০১৯, ০৪:২৯ পিএম
ঋণ থেকে মুক্তি লাভের দোয়া

ঋণ একটি বড় সমস্যা। ঋণে জর্জরিত জীবনে কোনো সুখ আর অবশিষ্ট থাকে না। একটি ঋণ শোধ করতে শুরু হয় আরও কিছু ঋণ। তারপর ঋণের জালে বাঁধা পড়ে ঘুরতে হয় গোলক ধাঁধায়। কিন্তু এ থেকে মুক্তির জন্য রয়েছে কুরআনি আমল। কুরআন ও রাসূল (স)-এর হাদীস থেকে জেনে নিন ঋণ থেকে মুক্তি লাভের উপায়।

প্রিয়নবি (স) বলেছেন, ‘কোনো ব্যক্তি যদি পাহাড় পরিমাণ ঋণ বা দেনার চাপে থাকে এবং দোয়ার মাধ্যমে অসচ্ছলতা থেকে সচ্ছলতা লাভে আল্লাহর নিকট সাহায্য চাওয়া হয় তবে আল্লাহ তাআলা তা থেকে মুক্তি লাভের সামর্থ্য দান করবেন। (মুসনাদে আহমদ, তিরমিজি)

আল্লাহ তাআলার নিকট ঋণ থেকে মুক্তি লাভে বিশ্বনবির শিখানো দোয়াটি তুলে ধরা হলো-
উচ্চারণ : আল্লা-হুম্মাকফিনি বিহালা-লিকা আ’ন হারা-মিকা ওয়া আগনিনি বিফাদলিকা আ’ম্মান সিওয়া-কা।
অর্থ : ‘হে আল্লাহ! আমাকে হালাল পথে এ পরিমাণ রিজিক দান কর, যা আমার জন্য যথেষ্ট হয় আর হারাম রোজগার যাতে প্রয়োজন না হয়। এবং আমাকে সচ্ছল করে দাও তোমার অনুগ্রহের দ্বারা, যাতে তুমি ব্যতীত অন্য কারো প্রতি নির্ভর করতে না হয়। (তিরমিজি, মুসনাদে আহমাদ)

আল্লাহ তাআলার মুসলিম উম্মাহকে প্রত্যেক নামাজের পর সচ্ছলতা লাভের জন্য এবং ঋণ থেকে মুক্তি লাভের জন্য এ দোয়ার মাধ্যমে প্রার্থনা করার তাওফিক দান করুন। আমিন।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!