• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এই কারণে অ্যালেনের ওভারকে টার্গেট করেছিলেন মোসাদ্দেক


ক্রীড়া প্রতিবেদক মে ১৮, ২০১৯, ০৩:১০ পিএম
এই কারণে অ্যালেনের ওভারকে টার্গেট করেছিলেন মোসাদ্দেক

ঢাকা : বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে এখন দ্রুততম ফিফটির মালিক মোসাদ্দেক হোসেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনালে মাত্র ২০ বলে ফিফটি করেছেন তিনি। শেষ অবধি ২৪ বলে ৫২ রানে অপরাজিত থেকে ফাইনাল জয়ের নায়ক মোসাদ্দেকই।

লক্ষ্যটা যখন ২৪ ওভারে ২১০ কী আলোচনা হয়েছিল ড্রেসিংরুমে? মোসাদ্দেক সংবাদমাধ্যমকে বলেছেন,‘ যখন ফিল্ডিং শেষ করে এলাম, তখন মাশরাফি-মুশফিক-তামিম-রিয়াদ ভাই বলছিলেন, আমাদের যে ব্যাটিং–সামর্থ্য আছে, পুরো টুর্নামেন্টে আমরা যেমন ব্যাটিং করেছি, যদি আমরা শেষ পর্যন্ত খেলতে পারি, তাহলে এই রান তাড়া করা সম্ভব।’

মোসাদ্দেক যখন ক্রিজে যান তখন বাংলাদেশের দরকার ৫০ বলে ৬৭। পরিস্থিতি একটু কঠিনই ছিল। তখন ভাবনায় কী কাজ করেছে? মোসাদ্দেক বলে গেলেন,‘ যখন ব্যাটিংয়ে যাই, তখন একটা বিষয়ই কাজ করছিল যে আমি ইতিবাচক ক্রিকেট খেলব। তখন পরিস্থিতি খুব একটা সহজ ছিল না। চেষ্টা করছিলাম, যেমন বল হবে, সে অনুযায়ী খেলব। আমি শুধু এটাই করেছি।’

অ্যালেনের এক ওভারেই ২৫ রান নিয়েছেন মোসাদ্দেক। এই পরিকল্পনা কী আগেই থেকেই ছিল? ফাইনাল জয়ের নায়ক বলছেন,‘ ওই ওভারে যখন একটা ছক্কা হলো, মনে হলো এ ওভারে রান যতটা এগিয়ে নেওয়া যায়। ৩ ওভারে ২৭ রান দরকার ছিল। ওই ওভারটা আমরা টার্গেট করেছিলাম, রানটা এগিয়ে রাখব। ওই ওভারটাই টার্গেট করেছিলাম।’

বাংলাদেশের প্রথম ফাইনাল জয়ের নায়ক মোসাদ্দেক। অনুভূতিটা স্বাভাবিকভাবেই তাঁর অনেক বেশি হওয়ার কথা,‘ এটা অনেক ভালো লাগার বিষয়, প্রথম একটা কাপ জিতেছি। সেটাও আবার বিদেশের মাটিতে, ভালো একটা দলের বিপক্ষে। সবচেয়ে বড় কথা, বিশ্বকাপের আগে ভালো একটা প্রস্তুতি হলো। ব্যাটিং, বোলিংয়ে এখানে যেভাবে ভালো খেলেছি, এভাবে খেলতে পারলে বিশ্বকাপে আশা করি ভালো একটা ফল পাব।’

বাংলাদেশ জেতার পর উচ্ছাসটা বাঁধভাঙা হয়নি। কারণ অ্যালেনের ওই ওভারে মোসাদ্দেক ২৫ রান তোলার পরই সবাই জেনে গিয়েছিল ম্যাচের ভাগ্যে কী লেখা আছে। মোসাদ্দেকও সেকথাই বলছেন,‘ ওই ওভারের পর সবাই বুঝে গেছে ম্যাচের ফল কী হতে যাচ্ছে। ওই ওভারটাই টার্নিং পয়েন্ট ছিল আমাদের ম্যাচ জয়ে।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!