• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এক চিকিৎসকের যৌন নির্যাতনের শিকার ১৭৭ খেলোয়াড়


স্পোর্টস ডেস্ক মে ১৮, ২০১৯, ০৮:১৯ পিএম
এক চিকিৎসকের যৌন নির্যাতনের শিকার ১৭৭ খেলোয়াড়

যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয়ে ১৭৭ পুরুষ শিক্ষার্থী, কর্মচারী ও বিভাগীয় সদস্য যৌন নির্যাতনের শিকার হয়েছেন এক চিকিৎসকের দ্বারা। 

প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘ এক বছরের স্বাধীন তদন্তের পর এই তথ্য উঠে এসেছে। ১৯৭৯ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত রিচার্ড স্ট্রস নামের এই ব্যক্তি বিশ্ববিদ্যালয়টির চিকিৎসক হিসেবে কাজ করার সময় এই জঘন্য অপকর্ম করেছিলেন, যিনি ২০০৫ সালে মারা যান।

‘ওহাইও’র প্রাদেশিক প্রেসিডেন্ট মাইকেল ড্রেকে বলেন, এই সময়কালের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী ও অনুষদের কর্মীদের কাছে একটি ই-মেইলের মাধ্যমে তথ্য নেয়া হয়।

ড্রেক লিখেছেন, ‘এই গবেষণাপত্র হতাশাজনক এবং অত্যন্ত বেদনাদায়ক। ওই প্রতিবেদনে আরও জানানো হয়, স্ট্রসের এমন আচরণের কথা শিক্ষা প্রতিষ্ঠানটির সেই সময়কার সদস্যরা জানতেন। ১৯৭৯ সালের শুরুতে স্ট্রসের আচরণ ও অভিযোগ সম্পর্কে অবগত থাকার পরেও যথাযথ তদন্ত কাজ ও পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়েছিল।

এক দশক ধরে অ্যাথলেটিক্সের একজন টিম চিকিৎসক হিসেবে কাজ করার পর ১৯৭৮ সালে স্ট্রস বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক হিসেবে যোগ দিয়েছিলেন। ২০০৫ সালেই তিনি নিহত হন।

প্রেসিডেন্ট বলেন, এমন ন্যাক্কারজনক কাজের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা নেয়ার ব্যর্থতা কোনোভাবেই গ্রহণযোগ্য না।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!