• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এক ডাবল সেঞ্চুরিতে সৌম্যর এত রেকর্ড!


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ২৩, ২০১৯, ০৮:৪৫ পিএম
এক ডাবল সেঞ্চুরিতে সৌম্যর এত রেকর্ড!

ছবি সংগৃহীত

ঢাকা: ঢাকা প্রিমিয়ার লিগে পুরোটাই বলতে গেলে ব্যর্থ সৌম্য সরকার। সেই তিনি সুপার লিগে এসে বাজিমাত করে দিলেন। টানা দুই ম্যাচে সৌম্য সেঞ্চুরি আর ডাবল সেঞ্চুরি তুলে নিলেন। মঙ্গলবার বিকেএসপিতে শেখ জামালের বিপক্ষে তাঁর অপরাজিত ২০৮ রানের ইনিংস সৌম্যকে দুহাত ভরে দিয়েছে। লিস্ট-‘এ’ ক্রিকেটে অনেকগুলো রেকর্ড বগলদাবা করেছেন তিনি। আসুন এক নজরে সেগুলোতে চোখ বোলানো যাক:

* বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে লিস্ট ‘এ’ ম্যাচে করেছেন ডাবল সেঞ্চুরি। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রানটা ছিল রকিবুল হাসানের, ২০১৭ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে করেছিলেন।

* সৌম্য মঙ্গলবার ছক্কা মেরেছেন ১৬টি। বাংলাদেশের মাটিতে ৫০ ওভারের ক্রিকেটে এটিই সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ২০১১ সালের এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে শেন ওয়াটসন মেরেছিলেন ১৫টি ছক্কা। লিস্ট ‘এ’ ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রেকর্ডটি মাশরাফি বিন মুর্তজার সঙ্গে যৌথভাবে সৌম্যও অংশীদার ছিলেন। গত প্রিমিয়ার লিগে অগ্রণী ব্যাংকের হয়ে ব্রাদার্সের বিপক্ষে ১১ ছক্কা মেরেছিলেন।

* ৩১৮ রানের লক্ষ্যে খেলতে নেমে মঙ্গলবার সৌম্য-জহুরুল ইসলামের ওপেনিং জুটিতে এসেছে ৩১২ রান। বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে এটিই সর্বোচ্চ জুটি।
* প্রতিযোগিতামূলক ক্রিকেটে দ্বিতীয়বারের মতো ডাবল সেঞ্চুরি পেলেন সৌম্য। আগেরটি বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের হয়ে, ২০১২ যুব এশিয়া কাপে কাতারের বিপক্ষে বাঁহাতি ওপেনার করেছিলেন ২০৯ রান।

লিস্ট ‘এ’ ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানদের সর্বোচ্চ স্কোর:
              রান         প্রতিপক্ষ       সাল          ভেন্যু
সৌম্য     ২০৮     শেখ জামাল      ২০১৯      বিকেএসপি
রকিবুল   ১৯০         আবাহনী      ২০১৭       বিকেএসপি
মুমিনুল   ১৮২      আয়ারল্যান্ড ‘এ ২০১৮       ডাবলিন

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!