• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এক নজরে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ৭, ২০১৯, ১১:২৬ এএম
এক নজরে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি

ঢাকা: বিপিএলের পরপরই শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। এবার নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ইতিমধ্যে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন আট ক্রিকেটার। ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। বিপিএল ফাইনালের পর দিন যাবেন বাংলাদেশের বাকি ক্রিকেটাররা।

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচগুলো দেখতে হলে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের অলসতা কাটিয়ে ঘুম থেকে জাগতে হবে। দুই ফরম্যাটের ছয়টি ম্যাচের পাঁচটিই শুরু হবে বাংলাদেশের স্থানীয় সময় ভোর ৪টায়। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিই শুধু বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে।

বাংলাদেশ ওয়ানডে দল:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাঈম হাসান।

বাংলাদেশ টেস্ট দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, আবু জায়েদ, খালেদ আহমেদ ও নাঈম হাসান।

নিউজিল্যান্ড সফরের সূচি (ওয়ানডে সিরিজ)
প্রথম ওয়ানডে, ১৩ ফেব্রুয়ারি-নেপিয়ার, সকাল ৭টা
দ্বিতীয় ওয়ানডে, ১৬ ফেব্রুয়ারি-ক্রাইস্টচার্চ, ভোর ৪টা
তৃতীয় ওয়ানডে, ২০ ফেব্রুয়ারি-ডানেডিন, ভোর ৪টা
নিউজিল্যান্ড সফরের সূচি (টেস্ট সিরিজ)
প্রথম টেস্ট, ২৮ ফেব্রুয়ারি–৪ মার্চ, হ্যামিল্টন, ভোর ৪টা
দ্বিতীয় টেস্ট, ৮–১২ মার্চ, ওয়েলিংটন, ভোর ৪টা
তৃতীয় টেস্ট, ১৬–২০ মার্চ, ক্রাইস্টচার্চ, ভোর ৪টা


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!