• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এক মাসেই ভারতীয় সেনার অভিযানে ২৬ কাশ্মীরি নিহত


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ২, ২০১৯, ০২:০৪ পিএম
এক মাসেই ভারতীয় সেনার অভিযানে ২৬ কাশ্মীরি নিহত

ঢাকা : ভারতীয় সেনাবাহিনীর হাতে গত মার্চ মাসে ২৬ জন কাশ্মীরি নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে।

কাশ্মীরের মিডিয়া সার্ভিস এর গবেষণা বিভাগ সম্প্রতি এ তথ্য জানায়। নিহতদের মধ্যে একটি স্কুলের অধ্যক্ষও রয়েছেন যিনি শ্রীনগরে কারাদণ্ডে নিহত হন বলে খবরে বলা হয়েছে।

এ দিকে রেডিও পাকিস্তানের খবরে বলা হয়েছে, কাশ্মীরে ভারতীয় সেনা বাহিনীর সন্ত্রাস দমনের অভিযানে ২৬ জন কাশ্মীরিকে হত্যা করা হয়।

এ ছাড়া ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে মার্চেই গুরুতর আহত হন ২৫১ জন। আটক করা হয় ১৪৮ জনকে। অভিযানে কাশ্মীরের ৫১টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামাতে এক আত্মঘাতি জঙ্গি হামলায় ৪২ জনের বেশি ভারতীয় জওয়ান নিহত হয়। এর জেরে ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এ ছাড়া এরপর ভারত কাশ্মীর জুড়ে সন্ত্রাস দমনে ব্যাপাক সেনা অভিযান চালায়।

কাশ্মীরের ভারত-পাকিস্তান নিয়ন্ত্রিত অঞ্চলের নিয়ন্ত্রণরেখা বরাবর ২০০৩ সালে অস্ত্রবিরতি চুক্তি সই হয়েছে। কিন্তু প্রায়ই অস্ত্রবিরতি লঙ্ঘন করা হচ্ছে। এতে ক্রসফায়ারের মধ্যে পড়ে দুই পাশের বেসামরিক লোকজন হতাহত হচ্ছেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!