• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এক রাতেই মেসি-শচীনসহ বিখ্যাতদের নতুন অর্জন


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ১৮, ২০২০, ১২:১২ পিএম
এক রাতেই মেসি-শচীনসহ বিখ্যাতদের নতুন অর্জন

ঢাকা: লিওনেল মেসি আর শচীন টেন্ডুলকার। দুইজন দুই রাজ্যের বীর। একজন অবসরে গেলেও অপরজন এখনও শাসন করে যাচ্ছেন নিজ রাজ্যে।

গেল রাতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বার্লিনে দেয়া হলো ২০১৯ লরিয়াস ক্রীড়া পুরস্কার। এবার প্রথম ফুটবলার হিসেবে এ সম্মানে ভূষিত হয়েছেন লিওনেল মেসি। সঙ্গে সঙ্গে ইতিহাসে লিখে ফেলেছেন তিনি। অবশ্য একা বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব হতে পারেননি মেসি। ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টনের সঙ্গে যৌথভাবে এ পুরস্কার জেতেন তিনি। এ নিয়ে ২০ বছরের ইতিহাসে প্রথমবার দুজন বিজয়ী পেলেন লরিয়াস পুরস্কার।

তবে মেসি-হ্যামিল্টনকে ছাপিয়ে রাতে জনতার নায়ক হয়েছেন শচীন টেন্ডুলকার। গেল ২০ বছরে সেরা ক্রীড়া মুহূর্তের পুরস্কার জিতেছেন তিনি। ২০১১ বিশ্বকাপ জয়ের পর টেন্ডুলকারকে ঘাড়ে তুলে উদযাপন করে ভারতীয় দল। সেই স্মৃতি এখনও সমর্থকদের মনে গেঁথে আছে। সেই সুবাদেই পুরস্কারটি জিতেছেন তিনি।

বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সিমোনা বাইলস। আর বিশ্বসেরা দল নির্বাচিত হয়েছে ২০১৯ বিশ্বকাপজয়ী দক্ষিণ আফ্রিকা রাগবি দল।

ছুটিতে থাকায় অনুষ্ঠানে ছিলেন না মেসি। তবে সবার উদ্দেশে ভিডিওবার্তা দিয়েছেন তিনি। তাতে ছোট তিনি বলেছেন, কোনো দলীয় খেলা থেকে প্রথম ব্যক্তি হিসেবে এ পুরস্কার জেতায় আমি গর্বিত।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!