• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এক সপ্তাহে প্রেমিককে ৭৭ হাজার বার ফোন! অতঃপর ...


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ১৮, ২০১৯, ০৭:০৯ পিএম
এক সপ্তাহে প্রেমিককে ৭৭ হাজার বার ফোন! অতঃপর ...

প্রতীকী ছবি

ঢাকা : প্রেম ভেঙে যাওয়ার বেদনা বহন করত‌ে হয় অনেককেই। একবার কথা বলার জন্য সাবেক প্রেমিককে এক সপ্তাহে ৭৭ হাজার বার ফোন করে গ্রেপ্তার হয়েছেন মেক্সিকোর এক তরুণী। শুধু তাই নয়, ফোনের পাশাপাশি এসএমএস, ই-মেইল, চিঠি পাঠিয়েও রেকর্ড গড়েছেন এই প্রেমিকা।

ওই তরুণীর নাম লিন্ডা মারফি (২৮)। উইলিয়াম রায়ানস নামের এক যুবকের সঙ্গে পরিচয়ের কিছুদিনের মধ্যে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। কিন্তু ব্যক্তিগত কিছু সমস্যার কারণে সেই সম্পর্ক কয়েকদিনের মধ্যেই ভেঙে যায়।

উইলিয়াম এই সম্পর্কের জের বেশিদিন টানতে চাননি। তবে লিন্ডা ব্রেকআপ হয়ে যাওয়ার কয়েকদিন পরই সম্পর্ক পুনঃস্থাপন করতে চেয়েছিলেন। সে জন্য তিনি উইলিয়ামকে ফোন করেন। সমস্যার শুরু হয় সেখান থেকেই।

লিন্ডার কোনো ফোন রিসিভ করেননি উইলিয়াম। এরপরই ফোনে এভাবে বিরক্ত করার জন্য পুলিশের দ্বারস্থ হন উইলিয়াম। লিন্ডার ফোনের কল হিস্ট্রি পরীক্ষা করে পুলিশ জানতে পারে এক সপ্তাহে ৭৭ হাজার ৬৩৯ বার ফোন করেছেন লিন্ডা।

এ ছাড়া এই সময়ের মধ্যে তিনি সাবেক প্রেমিক উইলিয়ামকে ই-মেইল করেছেন ১ হাজার ৯৩৭ বার, ক্ষুদে বার্তা পাঠিয়েছেন ৪১ হাজার ২২৯টি, ২১৭টি ভয়েস ম্যাসেজ এবং চিঠি দিয়েছেন ৬৪৭টি।

পুলিশ অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে সত্যতা নিশ্চিত হয়। পরে আলবুকারিন পুলিশ ডিপার্টমেন্ট লিন্ডাকে গ্রেপ্তার করে।

লিন্ডা বলেছেন, তিনি তিনটি ফোন থেকে একসঙ্গে উইলিয়ামের বাড়ির ল্যান্ডফোন, মোবাইল ও অফিসের ফোনে ক্রমাগত কল দিয়েছেন। উইলিয়ামের সঙ্গে একবার কথা বলার জন্য দিনে সবসময় ফোন করতেন তিনি। রাত জেগে ফোন করার জন্য বিশেষ ধরনের এনার্জি ড্রিংক ও অ্যামফেটামাইন জাতীয় ওষুধ খেতেন লিন্ডা।

পুলিশ বলছে, লিন্ডা অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার নামের এক বিশেষ মানসিক রোগের শিকার। এই রোগে আক্রান্তরা মানসিক উদ্বেগে ভোগেন এবং একই কাজ বারবার করে যাওয়া থেকে নিজেকে বিরত করতে পারেন না। উইলিয়ামের সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পরে লিন্ডার সেই সমস্যা আরও বৃদ্ধি পায়। যার পরিণামে তাঁকে জেলে যেতে হলো।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!