• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

একই ম্যাচে হ্যাটট্রিক ও সেঞ্চুরির রেকর্ড আন্দ্রে রাসেলের


ক্রীড়া ডেস্ক আগস্ট ১১, ২০১৮, ০১:২৭ পিএম
একই ম্যাচে হ্যাটট্রিক ও সেঞ্চুরির রেকর্ড আন্দ্রে রাসেলের

ঢাকা: অবিশ্বাস্য এক কীর্তি গড়ে ফেলেছেন ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল। একই ম্যাচে ব্যাটে-বলে অনন্য কীর্তি গড়লেন তিনি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)  বল হাতে হ্যাটট্রিক করে বসেন। এরপর ব্যাট হাতে করেন সেঞ্চুরি।

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এর আগে একই ম্যাচে হ্যাটট্রিক ও সেঞ্চুরি করতে পারেননি কোনো ব্যাটসম্যান। বিরল এই রেকর্ড গড়েই রাসেল জিতিয়েছেন জ্যামাইকা তালাওয়াশকে। ৪ উইকেটের জয়ে বড় ভুমিকা রাসেলের। বলতে গেলে তিনি একাই জিতিয়েছেন জ্যামাইকাকে।

রাসেল তার  নেতৃত্বের অভিষেকে পেলেন মনে রাখার মতো সাফল্য। ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে  প্রথমে ব্যাট করতে নেমে ত্রিনবাগো ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে তোলে ২২৩ রান। জবাবে ৬ উইকেট হারিয়ে ৩ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় রাসেলের দল।

যদিও শুক্রবার রাতে (বাংলাদেশ সময় শনিবার) ম্যাচটা জিততে পারতো ত্রিনিবাগো। বড় সংগ্রহ গড়েও শেষ রক্ষা হয়নি। রাসেলের ঝড়ের কাছে হার মানতে হয়। ব্যাট হাতে চমক দেখান আন্দ্রে রাসেল। ৪০ বলে তুলে নেন সেঞ্চুরি। এটাই সিপিএলের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৪৯ বলে তোলেন ১২১ রান। ছক্কা  মেরেছেন ১৩টি। আর চার মেরেছেন ছয়টি।

এর আগে অধিনায়ক রাসেল বল হাতেও চমক দেখান। পরপর তিন বলে ফিরিয়ে দেন ব্রেন্ডন ম্যাককালাম, ডোয়াইন ব্রাভো আর দিনেশ রামদিনকে। পরে ব্যাট হাতে বিস্ফোরক সেঞ্চুরি। সবমিলিয়ে ম্যাচটি যেন হয়ে থাকল রাসেলের ম্যাচ।


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!