• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

একজন ‘ক্রিকেট’ শ্রমিকের নাম তাইজুল!


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ২৪, ২০১৮, ০৮:২০ পিএম
একজন ‘ক্রিকেট’ শ্রমিকের নাম তাইজুল!

ছবি: সংগৃহীত

ঢাকা: এরপরও তাইজুল ইসলামকে নিয়ে মাতামাতি হবে না। তাঁকে খুব একটা ঘিরে ধরবে না সাংবাদিককুল! কারণ তাঁর গ্ল্যামার নেই। আর গ্ল্যামার না থাকলে কার-ই বা দাম আছে বলুন। তাইজুলদের কাছে ক্রিকেট রুটি-রুজির ব্যাপার। ক্রিকেট থেকে তারা আয় করেন। সংসার চালান। তাই তাইজুলরা একেকজন হয়ে উঠেন ‘ক্রিকেট’ শ্রমিক!

সব আলো তাইজুলের ওপর ঠিকরে পড়লেও সেটি নিয়ে তারা ভাবেন না। বারবার ৫-৬ উইকেট পেলেও সাপের মতো ‘ফনা’ তোলেন না। অথচ এই তাইজুল হয়ে যেতে পারেন এ বছর বিশ্বের সেরা টেস্ট বোলার। চট্টগ্রাম টেস্টে ৬ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে এক হাতে গুঁড়িয়ে দিলেন তাইজুল। চতুর্থ ইনিংসে এটি যে কোনো বাংলাদেশির পক্ষে সর্বোচ্চ বোলিং ফিগার।

চলতি বছরে এখনো অবধি তাইজুল ছয়টি টেস্ট খেলেছেন। উইকেট পেয়েছেন ৪০টি। তাতেই চারজন সেরা টেস্ট বোলারের একজন হয়ে গেছেন তাইজুল। যারা তাঁর ওপরে আছেন তারা অনেক বেশি টেস্ট খেলেছেন। বাংলাদেশ আরও বেশি টেস্ট খেলার সুযোগ পেলে হয়তো এতদিনে তাদের ছাপিয়ে যেতেন।

এতদিন এক বছরে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব ছিল মোহাম্মদ রফিকের, ৩৩টি। এজন্য তাঁকে খেলতে হয়েছিল ছয়টি টেস্ট। তাইজুল রফিককে ছুঁয়েছিলেন জিম্বাবুয়ে সিরিজেই। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে উইকেট পেয়েই রফিকের রেকর্ড ভেঙে দিয়েছেন তাইজুল।  

এ বছর টেস্টে সর্বোচ্চ উইকেট
বোলার             ইনিংস  উইকেট  সেরা বোলিং
কাগিসো রাবাদা    ১৮      ৪৬         ৬/৫৪
জেমস অ্যান্ডারসন  ২২      ৪৩        ৫/২০
দিলরুয়ান পেরেরা  ১৭      ৪১        ৬/২০
তাইজুল ইসলাম     ১১      ৪০        ৬/৩৩
মোহাম্মদ আব্বাস   ১১     ৩৮        ৫/৩৩
 
বাংলাদেশের পক্ষে এক বছরে সবচেয়ে বেশি উইকেট
খেলোয়াড়          ম্যাচ    উইকেটসংখ্যা        বছর
তাইজুল ইসলাম    ৬        ৪০                  ২০১৮
মোহাম্মদ রফিক   ৬        ৩৩                  ২০০৩

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!