• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

একটা টুর্নামেন্ট জেতা জরুরি বলছেন মাশরাফি


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ৩০, ২০১৮, ১২:৫৭ পিএম
একটা টুর্নামেন্ট জেতা জরুরি বলছেন মাশরাফি

ঢাকা: এশিয়া কাপ সাঙ্গ হয়েছে। মাশরাফি বিন মুর্তজার দল শনিবার রাত সাড়ে ১১টায় দেশে ফিরেছে। কিছুদিন বিশ্রাম নিয়ে ক্রিকেটাররা আবার নেমে পড়বেন নতুন অভিযানে। আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে জিম্বাবুয়ের। এই সফরে তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ হবে।

দেশে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মাশরাফি। এশিয়া কাপে নানা উত্থান-পতনের মধ্যে দিয়ে গেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে দুরন্ত জয়ের পর আফগানিস্তান-ভারতের কাছে পরাজয়। এরপর সেই আফগানদের হারানোর পর পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। ফাইনালে ভারতের বিপক্ষে দুরন্ত সেঞ্চুরি করেছেন লিটন দাস। মোহাম্মদ মিঠুন এতদিনে এসে নিজেকে প্রমাণ করতে পেরেছেন।

সাকিব আল হাসানের বিকল্প হতে পারেন মেহেদি হাসান মিরাজ। ভারতের বিপক্ষে তাঁর ওপেনিং করার দৃঢ়তা দেখে তাই মনে হয়েছে। বিমানবন্দরে মাশরাফি এসব ইতিবাচক কথাগুলোই বলেছেন সাংবাদিকদের, ‘মিঠুন ও লিটনের কথা শুরুতেই বলতে হয়। আমাদের দুটি জায়গা খুব গুরুত্বপূর্ণ ছিল। সেই দুই জায়গায় প্লেয়ার পারফর্ম করেছে-এটা খুবই ইতিবাচক। এখন ওরা কতটুকু ওপরে নিয়ে যেতে পারবে, সেটার ওপর অনেক কিছু নির্ভর করবে। এক দুই ইনিংসে বলা যায় না সে ফর্মে আছে কি না। তবে আশা করি, ওরা বুঝতে পারছে তাদের সামর্থ্য আছে এই ধরনের মঞ্চে পারফর্ম করার।’

ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে পুরোনো মোস্তাফিজুর রহমানের দেখা মিলছিল। এশিয়া কাপে তো মোস্তাফিজই সেরা বোলার হিসেবে নিজেকে প্রমাণ করলেন। তাঁর সঙ্গে যুগ্মভাবে ১০ উইকেট পেয়েছেন রশিদ খান। মাশরাফি বলছেন,‘ মোস্তাফিজ আবার আগের মতো ফিরে আসছে ধীরে ধীরে, এটা খুবই পজেটিভ।’ তবে বাংলাদেশ অধিনায়ক পাশাপাশি এটাও মনে করিয়ে দিলেন, ‘দল যেভাবে চেষ্টা করেছে, আশা করি ওরা বুঝতে পারবে, যেকোনও কঠিন পরিস্থিতিতে শতভাগ চেষ্টা করলে যেকোনো কিছুই সম্ভব। এখান থেকে শিক্ষা নিতে পারলে খুব ভালো হবে।’

শেষ ওভারের চাপটা বাংলাদেশ নিতে পারছে না। নিদাহাস ট্রফির ফাইনালে এক কার্তিকের কাছে হেরেছে বাংলাদেশ। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টেন পর্বে ভারতের কাছেও শেষ ওভারে হেরেছে মাশরাফিরা। বাংলাদেশ অধিনায়ক মনে করেন, একটা শিরোপা জিততে পারলে এ বাধাটা দূর হবে,‘ হচ্ছে না কোন কারণে। আমার কাছে মনে হয়, একবার পারলে জিনিসটা সহজ হতো।এখানে মানসিক ব্যাপারগুলো কাজ করে। এই বাধা পার করার জন্য একটা টুর্নামেন্ট জেতা খুব জরুরি। তাহলে হয়তো ভবিষ্যতে বড় বড় টুর্নামেন্ট জেতা সম্ভব হবে।’


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!