• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

একসঙ্গে জিপিএ-৫ পেলো দুই বোন, স্বপ্ন ডাক্তার হওয়া


ময়মনসিংহ প্রতিনিধি জানুয়ারি ১২, ২০২০, ০৭:১৩ পিএম
একসঙ্গে জিপিএ-৫ পেলো দুই বোন, স্বপ্ন ডাক্তার হওয়া

গৌরীপুর (ময়মনসিংহ): এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ময়মনসিংহের গৌরীপুরে রোখাইয়া মীম এরিনা ও ফাতিমা নূন এনি দুই বোন একসঙ্গে জিপিএ-৫ পেয়েছে । ডাক্তার হওয়া দুইবোনেরই স্বপ্ন। বড় বোন এরিনার সঙ্গে সমস্বরে ছোট বোন এনিও বলে উঠে তাদের স্বপ্নের কথা; ‘ডাক্তার হতে চাই’।

রোববার (১২ জানুয়ারি) নতুন বই নিয়ে ক্লাসে যেতে যেতে এ প্রতিনিধির সঙ্গে কথা বলে এরিনা ও এনি। দুজনই ভর্তি হয়েছে ৬ষ্ঠ শ্রেণিতে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে।

গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষার দুবোন এ সাফল্য অর্জন করেন। তারা পৌর কালিপুর মধ্যম তরফ মহল্লার বাসিন্দা মোশারফ হোসেন এনামুল ও নাসিমা দম্পতির সন্তান। বাবা ফ্রান্স প্রবাসী, মা গৃহিণী। মেয়েদের স্বপ্ন পূরণের শতভাগ চেষ্টার জন্য সবার নিকট দোয়া চান মোশারফ হোসেন এনামুল।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!