• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

একাদশে জায়গা নিয়েই সংশয়ে ছিলেন সেঞ্চুরিয়ান ইভান্স


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ২১, ২০১৯, ০৮:২৯ পিএম
একাদশে জায়গা নিয়েই সংশয়ে ছিলেন সেঞ্চুরিয়ান ইভান্স

ছবি: সংগৃহীত

ঢাকা: রাজশাহী কিংসের হয়ে আগের ম্যাচগুলোতে আলো ছড়াতে পারেননি। তাই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে একাদশে সুযোগ পাওয়া নিয়েই সংশয়ে ছিলেন লরি ইভান্স। সংশয়ে থাকটাই তো স্বাভাবিক-ইভান্স যে সবশেষ চার ম্যাচে করেছেন মোটে ৩ রান।

এই পারফরম্যান্সের পরও ইভান্সের প্রতি আস্থা রেখেছিল রাজশাহীর টিম ম্যানেজম্যান্ট। এর প্রতিদান তিনি দিয়েছেন সেঞ্চুরি করে। এবারের বিপিএলে এখনো অবধি কোনো ব্যাটসম্যান তিন অঙ্কের দেখা পাননি। ইভান্সই প্রথম এই ম্যাজিক ফিগারে নাম খোদাই করলেন। তাঁর সেঞ্চুরিই কুমিল্লার বিপক্ষে রাজশাহীর জয়ের ভিত গড়ে দিয়েছে। পদ্মাপাড়ের দলটি ম্যাচটি জিতে নিয়েছে ৩৮ রানে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ইভান্স জানিয়ে গেলেন, ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিটি তাঁর কাছে সবসময়ই স্পেশাল হয়ে থাকবে, ‘শেষ ম্যাচগুলোতে তেমন একটা রান করতে না পারায় এই ম্যাচে আমার সুযোগ প্রাপ্য ছিল না। তারপরও কোচ ও দলের মালিক আমাকে সুযোগ দেওয়ায় আমি তাদের কাছে কৃতজ্ঞ। এখানে আসার পর মাত্র গতকালই প্রথমবারের মতো অনুশীলনে ভালো অনুভব করি। আফগানিস্তান প্রিমিয়ার লিগ ও টি-টেন লিগের পর খেলায় কিছুটা বিরতি নিয়ে বিয়ে করি। তাই কোনো ছন্দ নিয়ে এখানে আসিনি।’

৬২ বলে অপরাজিত ১০৪। সত্যি, দুরন্ত এক ইনিংসই খেলেছেন ইভান্স। ৪০ বলে ফিফটির পর বোলারদের ওপর আরো চড়াও হন ইভান্স। এরপরই তাঁর মাথায় আসে সেঞ্চুরির চিন্তা। ইভান্স বলছেন,‘ যখন পেসাররা আক্রমণে ফেরে তখন প্রথম সেঞ্চুরির কথা ভাবি। আমরা যেখানে থাকতে চেয়েছিলাম তখনও সেখান থেকে কিছুটা পিছিয়ে ছিলাম। আমি আর টেন ডেসকাটে কথা বলি আর ঠিক করি এখন বোলারদের ওপর চড়াও হতে হবে, ভালো একটা সংগ্রহ গড়তে হবে।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!