• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ২ দিনের কর্মসূচি দিল বিএনপি


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৭, ২০২০, ০১:৫২ পিএম
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ২ দিনের কর্মসূচি দিল বিএনপি

ঢাকা : একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

কর্মসূচির মধ্যে রয়েছে- একুশে ফেব্রুয়ারি ভোর ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন।

সকাল ৬টায় কালোব্যাজ সহকারে বলাকা সিনেমা হলের সামনে দলীয় নেতাকর্মীদের জমায়েত এবং সেখান থেকে নিঃশব্দ পায়ে প্রভাতফেরি। আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা এবং শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন।

আগামী ২০ ফেব্রুয়ারি বেলা ২টায় সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে বিএনপির পক্ষ থেকে আলোচনা সভা। এতে দেশ বরেণ্য বুদ্ধিজীবী ও ভাষাসৈনিকরা বক্তব্য রাখবেন।

এছাড়া মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারাদেশে দলের জেলা, মহানগর, উপজেলা, থানা ও বিভিন্ন ইউনিট কার্যালয়ে সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন।

এদিন দেশব্যাপী দলের বিভিন্ন ইউনিট স্থানীয় ব্যবস্থা অনুযায়ী ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করবেন।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!