• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

একের পর এক খাদে ফেলা হলো করোনা রোগীর লাশ (ভিডিও)


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ৬, ২০২০, ০২:১০ পিএম
একের পর এক খাদে ফেলা হলো করোনা রোগীর লাশ (ভিডিও)

ঢাকা : কিছুদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলো লোমহর্ষক ভিডিওটি।

ভিডিওতে দেখা যায়, ভারতের কর্ণাটকের বেল্লারিতে করোনায় মৃতদের লাশ ফেলে দেওয়া হচ্ছে একটি গর্তে। পাশে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে কালো বস্তায় ভরা মৃতদেহগুলো গর্তের কাছে টেন আনছে পিপিপি পর লোকজন।

এরপর সেই বস্তাগুলো গর্তে ফেলে দেয়া হচ্ছে একেবারে ময়লা ফেলার ভঙ্গীতে। গর্তের কিছুটা দূরেই ছিলো মাটি খোঁড়ার যন্ত্র। মৃতদেহগুলোর প্রতি বিন্দু পরিমাণ সহানুভূতির ছোঁয়া ছিলো না তাদের মনে।

বিজেপি শাসিত কর্ণাটকে ওই অমানবিক ঘটনা নিয়ে টুইটারে সরব হয়েছেন দেশটির তৃণমূল সংসদ সদস্য কাকলি ঘোষ দস্তিদার। ভিডিওটি টুইট করে কাকলি লিখেছেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে কি মৃত করোনা রোগীদের এটাই প্রাপ্য? প্রতিবাদের আওয়াজ এখন শোনা যাচ্ছে না কেন?

ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন রাজ্য কংগ্রেস প্রেসিডেন্ট ডি কে শিবকুমারও। ক্যাপশনে তিনি লিখেছেন, বেল্লারিতে যেভাবে করোনায় মৃত মানুষদের দেহ গর্তে ফেলা হচ্ছে তা অত্যন্ত মর্মান্তিক। এটা সভ্যতা? এই দৃশ্য দেখেই বোঝা যায় কীভাবে রাজ্য সরকার করোনা রোগীদের সঙ্গে ব্যবহার করছে। এ জিনিস যেন আর না ঘটে তার ব্যবস্থা নেবে সরকার। সূত্র: জি২৪ বাংলা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!