• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ প্রিয়াংকার


শেরপুর প্রতিনিধি ডিসেম্বর ৩০, ২০১৮, ১১:৪২ এএম
এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ প্রিয়াংকার

শেরপুর : প্রায় ১০০টি ভোট কেন্দ্র থেকে ধানের শীষের পোলিং এজেন্টদের বের করে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন শেরপুর-১ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। এর আগে তিনি সদর উপজেলার দিশা প্রিপারেটরী স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্রে গিয়ে জীবনের প্রথম ভোট প্রদান করেন তিনি।

পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘জীবনে প্রথম ভোট দিয়েছি। আমার খুবই ভালো লাগছে। সুষ্ঠু ভোট হলে শেরপুর-১ এ ধানের শীষের জয় সুনিশ্চিত।’

এসময় তিনি অভিযোগ করে জানান, ‘তার এজেন্টদেরকে কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না, তাদের বাধাগ্রস্থ করা হচ্ছে।’

আসনের ১০০টি কেন্দ্রেই এমন পরিস্থিতি বলে অভিযোগ করেন তিনি।

প্রসঙ্গত. একাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়া এক হাজার ৮৪৮ প্রার্থীর মধ্যে সর্বকনিষ্ঠ প্রার্থী ডা. প্রিয়াংকা। ১৯৯৩ সালে জন্ম নেয়া ডা. প্রিয়াংকার বয়স এখন ২৫ বছরের কিছু বেশি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী হুইপ আতিকুর রহমান আতিকের সঙ্গে লড়ছেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!