• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এটিএম কার্ড জালিয়াতি থেকে বাঁচার উপায়


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৮, ২০২০, ০৭:৪৬ পিএম
এটিএম কার্ড জালিয়াতি থেকে বাঁচার উপায়

ঢাকা : যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে একদিকে যেমন সবকিছু ডিজিটালাইজড হচ্ছে, ঠিক তেমনই পাল্লা দিয়ে বাড়ছে সাইবার ক্রাইমও। আর এই সাইবার জালিয়াতির দুনিয়ায় সফট টার্গেট হচ্ছে এটিএম কার্ড।

এটিএম কার্ড জালিয়াতির হাত থেকে বাঁচতে মেনে চলুন কিছু নিয়ম-

১. নির্দিষ্ট সময়ের পর পর এটিএম কার্ডের পিন পরিবর্তন করুন।

২. কার্ডে পিন নম্বর লিখে রাখবেন না, কাউকে কার্ড দেবেন না। এমনকি নিজেও পিন নম্বর কাউকে বলবেন না।

৩. আপনি যখন এটিএমের ভেতরে থাকবেন, তখন অন্য কাউকে প্রবেশ করতে দেবেন না।

৪. এটিএম মেশিনে পিন দেয়ার সময় হাত দিয়ে আড়াল করে পিন দিন, যাতে অন্য কারোর নজরে না পড়ে।

৫. এটিএম থেকে টাকা তোলার পর যে স্লিপ আসে তা কখনই কাউন্টারে ফেলে আসবেন না।

৬. এটিএমের স্ক্রিন যতক্ষণ না পুরানো অবস্থায় ফিরে আসছে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন।

৭. নতুন কার্ড নেয়ার পর পুরানো কার্ডটি পুরোপুরি নষ্ট করে ফেলুন। সূত্র: জিনিউজ

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!