• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এত এত সাংবাদিক আর ক্যামেরার ফ্ল্যাশ দেখে অবাক ডোমিঙ্গো


ক্রীড়া প্রতিবেদক  আগস্ট ২১, ২০১৯, ০৩:০৫ পিএম
এত এত সাংবাদিক আর ক্যামেরার ফ্ল্যাশ দেখে অবাক ডোমিঙ্গো

ঢাকা: দেশে আসার আগেই বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিলেও, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও প্রাণোবন্তই দেখা যায় ডোমিঙ্গো, ল্যাঙ্গাভেল্টকে। বাংলাদেশ জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পের আজ তৃতীয় দিনে শিষ্যদের সঙ্গে দেখা শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে যোগ দেন নয়া দুই কোচ ডোমিঙ্গো ও ল্যাঙ্গাভেল্ট। নির্ধারিত সময়ের পাঁচ মিনিটের মধ্যেই দুই কোচকে নিয়ে মিরপুরের শেরে বাংলার প্রেস কনফারেন্স রুমে হাজির দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। রুমে ঢোকার আগে থেকেই হাস্যোজ্জ্বল দুই প্রোটিয়া কোচ।

বুধবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন ডোমিঙ্গো ও ল্যাঙ্গাভেল্ট।

এদিকে, এত এত ক্যামেরার ফ্ল্যাশ, এত এত সাংবাদিক দেখে অবাক টাইগারদের কোচ ডোমিঙ্গো। 

ডোমিঙ্গো তো বলে দিলেন, ‘আমি ২০০৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কোচ হয়ে এসেছিলাম। তখনই ধারণা পেয়েছিলাম এ দেশে ক্রিকেটের কদর কত বেশি। এছাড়া গতকালও বিমানবন্দরে নেমে এত এত ক্যামেরার ফ্ল্যাশ, আজ সম্মেলনে প্রায় শতাধিক সাংবাদিক দেখেই বোঝা যায় এখানে ক্রিকেটের আবেদন অনেক বেশি।’

প্রায় ১৫ বছর আগে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের কোচ হয়ে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিলেন তিনি। তখন থেকে এ দেশের ক্রিকেট ক্রেজ সম্পর্কে অবহিত রয়েছেন এ প্রোটিয়া কোচ।

তিনি বলেন, টাইগারদের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ডোমিঙ্গো। এ দেশের ক্রিকেট ভক্তদের ক্রিকেটের প্রতি যে ভালোবাসা তা ভালো করেই জানেন তিনি। কেননা প্রায় ১৫ বছর আগে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিলেন ডোমিঙ্গো; দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের কোচ হয়ে। সে সময় খুব কাছ থেকে দেখেছেন এ দেশের মানুষের ক্রিকেট ক্রেজ কতটা। 

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!