• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এত মামলা! ফাইল রাখার জায়গা নেই


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৮, ২০১৯, ০২:৩৩ পিএম
এত মামলা! ফাইল রাখার জায়গা নেই

ঢাকা: মামলাজট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেন, এভাবে চলতে পারে না। বর্তমানে সুপ্রিম কোর্টে এত মামলা যে এক কথায় ভয়ঙ্কর। ফাইল রাখার মতো পর্যন্ত জায়গা নেই। এত মামলা!

রোববার (২৮ এপ্রিল) সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি মামলার শুনানির সময় উপস্থিত আইনজীবীদের সামনে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফসহ অন্য আইনজীবীরা এ সময় উপস্থিত ছিলেন।

শনিবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক অনুষ্ঠানে মামলাজট নিয়ে জিআইজেড এর উপস্থাপিত বার্ষিক নিরীক্ষা প্রতিবেদনের বিষয়টি উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, মামলাজট নিয়ে বিদেশিদের এই প্রতিবেদন দেখে আমি বিব্রত। এভাবে চলতে পারে না।

তিনি বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি- বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের সকল বিচারপতিদের নিয়ে বসব।

প্রধান বিচারপতি আরও বলেন, সুপ্রিম কোর্টে প্রায় ৫ লাখ ২৫ হাজার মামলা বিচারাধীন। ১৯৮২ সালে ছিল মাত্র ২৫ হাজার।

তিনি বলেন, আগাম জামিনের আবেদনগুলো যদি নিষ্পত্তি না করা হতো তা তাহলে সুপ্রিম কোর্টে মামলার পরিমাণ ৫ লাখ থেকে ১০ লাখ ছাড়িয়ে যেত।

শনিবার সুপ্রিম কোর্টের জুডিশিয়াল রিফর্ম কমিটি ও জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন বাংলাদেশ (জিআইজেড) আয়োজিত এক অনুষ্ঠানে বিচার সংক্রান্ত এক নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়, দেশে মাত্র ১৫ শতাংশ মামলা নিষ্পত্তি হয় বোঝাপড়া বা বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে। আর ৮৫ থেকে ৯০ শতাংশ মামলার নিষ্পত্তির জন্য আদালতে আসে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!