• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এন্ড্রু কিশোরের শারীরিক অবস্থা চরম অবনতি


বিনোদন ডেস্ক জানুয়ারি ১৫, ২০২০, ০১:২৯ পিএম
এন্ড্রু কিশোরের শারীরিক অবস্থা চরম অবনতি

ঢাকা: সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাকে কেমোথেরাপি দেয়া যাচ্ছে না। কেমো শেষ করে ফেব্রুয়ারিতে দেশে ফেরার কথা থাকলেও এখন অনেকটায় অনিশ্চিত হয়ে গেল।

বর্তমানে নন-হজকিন লিম্ফোমা ব্লাড ক্যানসারে আক্রান্ত এন্ড্রু কিশোর। গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের যান। গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে নন-হজকিন লিম্ফোমা ধরা পড়ে।সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে তার চিকিৎসা শুরু হয়।

চিকিৎসার শুরুতে জানানো হয়েছিল, এন্ড্রু কিশোরকে ৬টি ধাপে ২৪টি কেমো দিতে হবে। ইতোমধ্যে ১৭টি কেমো সম্পন্ন হয়েছে। পঞ্চম ধাপে প্রথম কেমোথেরাপির প্রস্তুতি চলছিল। তবে তা শুরু করা যায়নি। এখনো ৭টি কেমো দেয়া বাকি।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!