• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এফডিসি ভাঙা শুরু, তৈরি হবে শপিং মল-সুইমিংপুল


বিনোদন ডেস্ক জুলাই ৮, ২০২০, ০৭:৪৫ পিএম
এফডিসি ভাঙা শুরু, তৈরি হবে শপিং মল-সুইমিংপুল

ঢাকা: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) একাংশ ভাঙার কাজ শুরু হয়েছে। সেখানে নির্মিত হবে বহুতল বাণিজ্যিক ভবন। এফডিসির মূল কার্যালয়ের পাশাপাশি এই ভবনে থাকবে শপিং মল, সুইমিংপুল, ব্যায়ামাগার ও মাল্টিপ্লেক্স।

বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের উদ্দেশ্যে গত ৫ জুলাই থেকে এফডিসির ৩ ও ৪ নম্বর ফ্লোর দুটি ভেঙে ফেলা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএফডিসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও যুগ্ম সচিব নুজহাত ইয়াসমিন।

তিনি বলেন, এখানে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের পরিকল্পনা অনেক আগের। তাই ৩ ও ৪ নম্বর ফ্লোরটি ভাঙা হচ্ছে। সে অংশসহ সরকারি বর্ধিত জায়গায় নতুন ভবনটি তৈরি করা হবে।

জানা গেছে, এফডিসির পূর্ব পাশের জায়গাজুড়ে এটি নির্মিত হবে। আর পূর্ব পাশের চলচ্চিত্র সমিতিগুলোর অফিস, ল্যাব ও পাঁচটি পুরোনো ফ্লোর সব ঠিক থাকবে। আর নির্মাণাধীন ভবনেও দুটি ফ্লোর শুটিংয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!