• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার অসহায় মানুষের জন্য খাদ্য সহায়তা দিলেন কোচ জেমি


ক্রীড়া ডেস্ক এপ্রিল ১, ২০২০, ১১:৪০ এএম
এবার অসহায় মানুষের জন্য খাদ্য সহায়তা দিলেন কোচ জেমি

ঢাকা : সারা পুথিবীর গতি এ মুহূর্তে থমকে দিয়েছে করোনাভাইরাস। দেশে দেশে চলছে লকডাউন। বাংলাদেশেও প্রয়োজন ছাড়া বাইরে চলাফেরার ওপর যে নিষেধাজ্ঞা। এতে দরিদ্র কর্মহীন মানুষের অবস্থা খুবই খারাপ।

এক বেল খাবার জোটাতেই তাদের অনেক সংগ্রাম করতে হচ্ছে। ইংল্যান্ডে থেকে বিষয়টি জেনে খুব কষ্ট পেয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। তাই এ দুঃসময়ে ৩০০ মানুষের খাবারের ব্যবস্থা করলেন তিনি।

এদিকে, গত শুক্রবার দুপুর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অসহায় মানুষের জন্য খাবার সরবরাহের ব্যবস্থা করেছে। জেমি সহযোগিতার হাত বাড়িয়েছেন সেখানেই।

আজ বুধবার দুপুরে বাফুফে ভবনে জেমির দেওয়া অর্থে খাবার দেওয়া হবে গরিব মানুষকে। বিষয়টি নিশ্চিত করেছেন জেমি ও বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

সহযোগিতার ব্যাপারে জেমি গণমাধ্যমকে জানিয়েছেন , ‘করোনাভাইরাসের সময়ে বাংলাদেশের খেটে খাওয়া মানুষের অবস্থা খুবই খারাপ। তাই আমি অসহায়দের জন্য এক বেলা খাবারের সহায়তা করেছি।’

সংখ্যাটা যে ৩০০, সেটি জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক , ‘কোচ জেমি ডের সহায়তায় আজ আমরা দুপুরে ৩০০ লোকের খাবারের ব্যবস্থা করেছি। তাঁর এই উদ্যোগ প্রশংসনীয়।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!