• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবার ইসরায়েলের পথে পঙ্গপালের ঝাঁক


আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ২০, ২০২০, ০৫:৪১ পিএম
এবার ইসরায়েলের পথে পঙ্গপালের ঝাঁক

ঢাকা: পাকিস্তান, ভারত, সৌদি আরবে তাণ্ডব চালিয়ে এবার ইসরায়েলের পথে পঙ্গপালের ঝাঁক। পাশের দেশ জর্ডানে এরইমধ্যে হানা দিয়েছে পঙ্গপাল। সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, শিগগিরই পঙ্গপালের ঝাঁক ইসরায়েলে প্রবেশ করে ভয়াবহ তাণ্ডব চালাবে। এর আগে পঙ্গপালের আক্রমণে আফ্রিকার সোমালিয়া, ইথিওপিয়া এবং কেনিয়াসহ কয়েকটি দেশের ফসলী জমি উজাড় হয়ে গেছে। সৌদি আরব জুড়ে এই পতঙ্গের হানায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

বিশেষজ্ঞরা জানান, পঙ্গপালের বংশবৃদ্ধির জন্য ওই অঞ্চলের আবহাওয়া অত্যন্ত উপযুক্ত। এরইমধ্যে তাদের ডিম দেওয়ার সময় এসে গেছে। ফলে আক্রমণের মাত্রা আরও বেড়ে যেতে পারে।

পঙ্গপালের কারণে পাকিস্তানও সংকটে পড়েছে। গত ২০ বছরের মধ্যে দেশটিতে এবারই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সীমান্তবর্তী ভারত ও চীনে পঙ্গপাল ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকেই। 

পঙ্গপাল এমন ধরনের পতঙ্গ যেগুলো দেখতে নীরিহ হলেও দলবেঁধে মাঠের পর মাঠ ফসল উজাড় করে দিতে পারে। পঙ্গপালের একটি বড় ঝাঁক দিনে ১২০ বর্গমাইল এলাকার ফসল খেয়ে ফেলতে পারে।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!