• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এবার চীনে হন্তা ভাইরাসে একজনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ২৪, ২০২০, ০৮:৩৪ পিএম
এবার চীনে হন্তা ভাইরাসে একজনের মৃত্যু

ছবি: ইন্টারনেট

ঢাকা: হন্তা ভাইরাসে আক্রান্ত হয়ে এবার চীনে একজনের প্রাণ গিয়েছে। দেশটির ইউনান প্রদেশে ভ্রমণরত এক ব্যাক্তি এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। যদিও ভাইরাসটি পুরনো। করোনাভাইরাসের মহামারির মধ্যেই নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ভাবিয়ে তুলছে চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষকে।

বিষয়টি নিয়ে চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস তাদের এক খবরে জানায়, শেনডং প্রদেশ থেকে ইউনান প্রদেশে বাসে ভ্রমণ করার সময় মৃত্যু হয়েছে ওই ব্যাক্তির। ওই ব্যাক্তি হন্তা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে জানা গেছে। বাসের অন্যান্য যাত্রীদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

এদিকে, চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে, হন্তা ভাইরাস মূলত ইঁদুর জাতীয় প্রাণী থেকে ছড়ায়। তবে তা মানুষ থেকে মানুষে ছড়ানোর কোন প্রমাণ এখনও পাওয়া যায়নি।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!