• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার ঢাকায় আসছেন রানু মণ্ডল


বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ১৮, ২০১৯, ০৫:৩১ পিএম
এবার ঢাকায় আসছেন রানু মণ্ডল

ঢাকা: রেল স্টেশনে লতা মঙ্গেশকরের ‘প্যায়ার কা নগমা’ গান গেয়ে রাতারাতি জনপ্রিয় পাওয়া ভারতের রানু মণ্ডল এবার ঢাকায় আসছেন। অবাক করা খবর মনে হলেও এমনটাই জানিয়েছে কলকাতার সংবাদমাধ্যম ‘খবর অনলাইন’। বুধবার (১৮ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।

খবরে বলা হয়েছে, বাংলাদেশের ছবিতে গান গাইতে চলেছেন এ লতাকণ্ঠী গায়িকা। সে জন্য তিনি পাসপোর্টও করতে দিয়েছেন। কলকাতার রুবির মোড়ে অবস্থিত পাসপোর্ট অফিসে দেখা গেছে তাকে। সেখান থেকে জানা যায় তিনি বাংলাদেশে আসার উদ্দেশে পাসপোর্ট করতে দিয়েছেন।

আরও জানা গেছে, ইতোমধ্যে তিনি পাসপোর্টের সব পক্রিয়া সম্পন্ন করেছেন। অচিরেই তিনি কলকাতায় বাংলাদেশ অ্যাম্বাসিতে ভিসার জন্য আবেদন করবেন।

তবে রানু মণ্ডলের বাংলাদেশে আসার বিষয়ে তার আবিষ্কারক অতীন্দ্র চক্রবর্তী কিছু বলেননি ভারতীয় সংবাদ মাধ্যমে। মূলত অতীন্দ্র চক্রবর্তীর রেকর্ড করা রানুর ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ গানের ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হওয়ার পর হৈ চৈ পড়ে যায় সবখানে।

উল্লেখ্য, রানুকে নিয়ে ইতোমধ্যে বলিউডে ছবি নির্মাণের ঘোষণা দেয়া হয়েছে। ইতোমধ্যে তিনি তিনটি গানে ডুয়েট করেছেন রানু।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!