• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এবার নতুন ভুমিকায় ম্যারাডোনা


ক্রীড়া ডেস্ক জুলাই ১৮, ২০১৮, ০২:৪৬ পিএম
এবার নতুন ভুমিকায় ম্যারাডোনা

ঢাকা : এবার নতুন ভূমিকায় দেখা যাবে আর্জেন্টাইন ‘ফুটবল ঈশ্বর’ দিয়েগো ম্যারাডোনাকে। বেলারুশের ক্লাব ডায়নামো ব্রেস্টের চেয়ারম্যানের ভূমিকায় দেখা যাবে ফুটবল কিংবদন্তিকে। রাশিয়া বিশ্বকাপ শেষ হওয়ার পরই ওই ক্লাবের সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে ম্যারাডোনার।

সাম্প্রতিক অতীতে সংযুক্ত আরব আমিরাতে থেকে নতুন স্পনসর পেয়েছে ডায়নামো ব্রেস্ট। তারা ৩০ হাজার দর্শকাসনের একটি স্টেডিয়ামও তৈরি করার পরিকল্পনা নিয়েছে। এর মধ্যেই ম্যারাডোনাকে ক্লাবের চেয়ারম্যান করে চমক দিয়েছে ডায়নামো ব্রেস্ট।

এই ক্লাবের সামগ্রিক পরিকল্পনার কথা জানেন ম্যারাডোনাও। নতুন ভূমিকাকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন তিনি। বলেছেন, ‘চ্যালেঞ্জকে ভয় পাই না। এরকমই একটা চ্যালেঞ্জ নিতে চাইছিলাম। যে প্রজেক্টগুলো নেওয়া হয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওঁরাও (‌ক্লাব কর্তৃপক্ষ)‌ আমাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। যাঁরা আমাকে এই সুযোগ দিলেন, তাঁদের শ্রদ্ধা করি। অ্যাকাডেমিতে থাকা বাচ্চাদের বড় ফুটবলার তৈরি করতে হবে।’

ম্যারাডোনার ইচ্ছা, নতুন কাজের জন্য বেলারুশেই থাকার। কিন্তু প্রচণ্ড ঠাণ্ডায় অসুবিধা হবে না? ম্যারাডোনার উত্তর, ‘যখন ছোট ছিলাম, আমার জুতো ছিল না। খালি পায়ে হাঁটতাম। তাই বরফ নিয়ে ভয় পাচ্ছি না। কোনও সমস্যা ছাড়াই বেলারুশে থাকতে পারি।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!