• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবার নারী ফুটবলারদের পাশে ইউনিসেফ


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ৩, ২০১৮, ০৮:০১ পিএম
এবার নারী ফুটবলারদের পাশে ইউনিসেফ

ছবি: বাফুফের সৌজন্যে

ঢাকা: ছেলেরা পিছিয়ে পড়লেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারী ফুটবল। গত দুই বছরে বয়স ভিত্তিক আন্তর্জাতিক টুর্নামেন্টে একের পর এক শিরোপা উপহার দিয়েছে লাল সবুজের বাঘিনী কন্যারা। মেয়েদের সাফল্যে উজ্জিবীত হয়ে তাদের পাশে দাঁড়িয়েছে ঢাকা ব্যাংক। নারী ফুটবলের পৃষ্ঠপোষক হিসাবে বাংলাদেশে ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে ৬ বছরের চুক্তি করেছে বেসরকারি ব্যাংকটি। সাবিনা-মৌসুমীদের অগ্রযাত্রায় এবার সঙ্গী হলো জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিল (ইউনিসেফ)।

বাংলাদেশের নারী ফুটবলের সহযোগী পৃষ্ঠপোষক হিসাবে বাফুফের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে ইউনিসেফ। সোমবার (৩ ডিসেম্বর) বিকালে বাফুফে ভবনে দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী দেশের ৬৪ জেলায় প্রতিভা অন্বেষণ করবে ইউনিসেফ। একইসঙ্গে বয়স ভিত্তিক ও জাতীয় দলকেও বিশেষ সহযোগিতা করবে সংস্থাটি।

ইউনিসেফকে ধন্যবাদ জানিয়ে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেন, ‘ইউনিসেফকে ধন্যবাদ জানাই। আমরা গর্ববোধ করছি। কারণ, ইউনিসেফের মতো একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান আমাদের সঙ্গে চুক্তি করেছে। এখানে টাকা-পয়সা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ মর্যাদার।’

ইউনিসেফের আবাসিক প্রতিনিধি অ্যাডওয়ার্ড বেগবেদার বলেন, ‘এই উদ্যোগ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভা তুলে আনার মাধ্যমে খেলাধুলার জগতে আমাদের অংশীদারিত্ব বাড়ানোর সুযোগ তৈরি করবে।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এএফসি নির্বাহী সদস্য, ফিফা কাউন্সিল মেম্বার ও বাফুফে মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, বাফুফে সদস্য মো. শওকত আলী খান জাহাঙ্গীর, মাহিউদ্দিন আহমদ সেলিম ও বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!