• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার নেদারল্যান্ডে ট্রামে হামলা, বহু হতাহতের আশঙ্কা


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১৮, ২০১৯, ০৫:২৩ পিএম
এবার নেদারল্যান্ডে ট্রামে হামলা, বহু হতাহতের আশঙ্কা

ঢাকা: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলার রেশ কাটতে না কাটতেই নেদারল্যান্ডসের মধ্যাঞ্চলীয় প্রদেশের রাজধানী শহর ইউট্রেখটে গোলাগুলির ঘটনায় বেশ কিছু মানুষ আহত হয়েছে।

সোমবার (১৮ মার্চ) স্থানীয় সময় সকাল পৌনে ১১টায় ডাচ শহর ইউট্রেখটে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে দেশটির পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ ইউট্রেখটের পুলিশ বলছে, ‘সিটি সেন্টারের পাশে অবস্থিত শহরের একটি ট্রাম স্টেশনের কাছে এ গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশের জরুরি সেবা বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গোলাগুলির স্থানটি ঘেরাও করেছে।

নিউজিল্যান্ডে ব্রেন্টন ট্যারান্ট নামের এক উগ্রবাদী শ্বেতাঙ্গর হামলার রেশ কাটতে না কাটতেই ইউরোপের এই শান্তিপূর্ণ দেশটিতে গোলাগুলির ঘটনা ঘটলো। তবে গোলাগুলিতে ঠিক কতজন আহত হয়েছে তা সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

পুলিশের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার পাঠানো হয়েছে। তবে এর বেশি কিছু জানাতে পারেনি তারা।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!