• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবার বাংলাদেশকে হারিয়ে ‘শোধ’ নিতে চায় উইন্ডিজ


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ৯, ২০১৮, ১০:০২ এএম
এবার বাংলাদেশকে হারিয়ে ‘শোধ’ নিতে চায় উইন্ডিজ

ঢাকা: টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে একরকম দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ। আজ থেকে শুরু হতে চলেছে ওয়ানডে সিরিজ। বলা হয়ে থাকে, ফরম্যাট যত ছোট হতে থাকে ওয়েস্ট ইন্ডিজের ফর্ম তত ভালো হতে থাকে। ওয়ানডে সিরিজে সেটা করে বাংলাদেশের বিপক্ষে শোধ নিতে চায় ক্যারিবীয়রা। 

শুধু ঘরের মাঠে টেস্ট সিরিজ নয় ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েও বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতে এসেছিল। সেটা ভোলেননি অধিনায়ক রভম্যান পাওয়েল। 

সংবাদ সম্মেলনে এসে তিনি বললেন, ‘এই সিরিজটা অবশ্যই চ্যালেঞ্জিং হবে। তা ছাড়া যেকোনো দলই যখন নিজেদের মাটিতে খেলে, তাদের মুখোমুখি হওয়া কঠিন। আর বাংলাদেশ তো ঘরের মাটিতে বরাবরই দুর্দান্ত। সেটা আমরা দল হিসেবে জানি। ওরা আমাদের ক্যারিবীয়তে হারিয়েছে, আমরা এখানে একই রকম কিছু করার জন্য মুখিয়ে আছি।’

তামিম-সাকিব ওয়ানডে একাদশে ফিরলেও শক্তিমত্তায় বাংলাদেশ-উইন্ডিজ এক রকম থাকবে বলে মনে করেন ক্যারিবীয় অধিনায়ক,‘ আমি মনে করি বাংলাদেশকে বাংলাদেশে হারানোর মতো যথেষ্ট ভালো দল আমাদের আছে। হ্যাঁ, ওরা পূর্ণ শক্তির দল ফিরে পাচ্ছে, সে তো আমরাও পাচ্ছি। ফলে এই সিরিজটা দারুণ রোমাঞ্চকর হবে। তা ছাড়া আমরা দলে এমন দুজনকে পাচ্ছি যারা স্পিন খুব ভালো সামলায়। তাদের এই অভিজ্ঞতার সঙ্গে আমার, হেটমেয়ার আর শাই হোপের তারুণ্য যোগ হবে।’

এ কারণেই রভম্যান দুই দলকে একই পাল্লায় মাপছেন, ‘আমি মনে করি এটা সমান শক্তির সিরিজ হবে। দুই দলেই ভালো স্পিনার, ভালো ফাস্ট বোলার আর ব্যাটসম্যান আছে। ফলে এটা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা সিরিজ হতে যাচ্ছে। প্রত্যেক ম্যাচে গুরুত্বপূর্ণ বাঁকগুলোয় কে ভালো করে, তার ওপর নির্ভর করবে ম্যাচের ফল।’

শিশির শেরেবাংলা স্টেডিয়ামে বড় প্রভাব বিস্তার করতে পারে বলে মনে করছেন রভম্যান,‘ এখানে এটা বড় একটা প্রভাবক। আমি বিপিএলে এখানে খেলেছি। তখন ডিউ ফ্যাক্টর কীভাবে প্রভাব ফেলে দেখেছি। আজ (শনিবার) রাতে বা কাল সকালে দল নিয়ে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার সময় এটিও আমরা মাথায় রাখব।’

২০১৮ সালের শেষটা দারুন কিছু করে রাঙাতে চান রভম্যান,'অনেক দিন হয়ে গেল আমরা ওয়ানডে সিরিজ জিতি না। দলের খেলোয়াড়েরা তাই মুখিয়ে আছে। আমাদের এই পরাজয়ের ধারা বদলানোর জন্য বাংলাদেশে সেরা সুযোগ আমরা পেয়েছি। ভারতে কিন্তু আমরা কিছু দারুণ ক্রিকেট খেলেছি, যদিও ফলটা আমাদের পক্ষে আসেনি। বিশ্বকাপের আগে আর খুব বেশি সিরিজও বাকি নেই। তাই কিছু সিরিজ জিতে সেখানে যেতে পারাটা দারুণ হবে। এটা আমাদের বাড়তি আত্মবিশ্বাসও জোগাবে।’


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!