• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এবার সরিয়ে দেওয়া হলো আফ্রিদি-আকরামকে


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ১৮, ২০১৯, ১২:৪৭ পিএম
এবার সরিয়ে দেওয়া হলো আফ্রিদি-আকরামকে

ঢাকা : ভারতজুড়ে জঙ্গি হামলার প্রতিবাদ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পাঞ্জাব ক্রিকেট সংস্থাও (পিসিএ) সরিয়ে দিল পাকিস্তানি ক্রিকেটারদের ছবি। মোহালি স্টেডিয়ামে এত দিন যা সাজানো ছিল।

রোববার পিসিএ-এর কোষাধ্যক্ষ অজয় ত্যাগী জানিয়েছেন, বৈঠকে সর্বসম্মতিক্রমে পাকিস্তানি ক্রিকেটারদের ছবি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেছেন, ‘পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত জওয়ানদের পরিবারের পাশে থাকার বার্তা দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। গোটা দেশ জুড়ে যে প্রতিবাদের জোয়ার উঠেছে, পিসিএ-ও তার পাশে রয়েছে।’

মোহালি স্টেডিয়ামের রিসেপশন, লং রুম এবং ‘হল অফ ফেম এরিয়া’ মিলিয়ে ১৫ পাকিস্তান ক্রিকেটারের ছবি লাগানো ছিল। এর মধ্যে সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। ত্যাগী জানিয়েছেন, যে পনেরোটি ছবি সরানো হয়েছে, তার মধ্যে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের ছবিও রয়েছে। সরানো হয়েছে শাহিদ আফ্রিদি, জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরামের ছবিও।

এদিকে, ভারতীয় দলের ওপেনার শিখর ধাওয়ান নিহত জওয়ানদের পরিবারের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন। রোববার এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘তিন দিন আগে সন্ত্রাসবাদী হামলায় জওয়ানদের নিহত হওয়ার ঘটনা দেশের কাছে বিরাট এক ধাক্কা। জওয়ানদের পরিবারগুলোর যে ক্ষতি হলো তা আমরা কোনো দিন, কোনো অবস্থাতে পূরণ করতে পারব না। আমি ঠিক করেছি, ওই পরিবারগুলোকে আর্থিক ভাবে সহায়তা করব। যে ভাবে সম্ভব, তাদের পাশে থাকব।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!