• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এমন ইনিংস খেলেও উদযাপন করতে পারলেন না আফিফ!


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ১৪, ২০১৯, ১০:২৮ এএম
এমন ইনিংস খেলেও উদযাপন করতে পারলেন না আফিফ!

ঢাকা : অসাধারণ এক ইনিংস খেলে নায়ক হয়ে গেলেন তিনি। বলা হচ্ছে, বাংলাদেশের ভবিষ্যৎ তারকা। নাম তাঁর আফিফ হোসেন। বাংলাদেশকে হারের মুখ থেকে তিনিই বের করে নিয়ে গেছেন। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হওয়ার কথা আফিফের। কিন্তু তিনি যে উদযাপনই করতে পারলেন না! কেন? সংবাদ সম্মেলনে নিজেই সেই ব্যাখ্যা দিয়েছেন আফিফ।

১৪৪ রানের লক্ষ্যে ১০ ওভার পার না হতে টপ অর্ডারের ৬ ব্যাটসম্যান ফিরে গেছেন ড্রেসিংরুমে। সে সময় মাঠে যান আফিফ। শেষ ওভারে যখন তিনি আউট হলেন তখন জয় থেকে ঢিল ছোঁরার ‍দুরত্বে বাংলাদেশ। আফিফ করলেন ২৬ বলে ৫২ রানের ইনিংস।

আর এমন ইনিংস খেলার পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত আফিফ, 'এই অনুভূতি প্রকাশ করা যায় না। অনেক ভালো লেগেছিল। অনেক দিন পর জাতীয় দলে সুযোগ পেয়েছি। আর এমন একটা ইনিংস খেলতে পেরেছি। দর্শকরাও অনেক খুশি হচ্ছিল। এসবই নিজের কাছে অনেক আনন্দদায়ক লেগেছে... এমন ইনিংস খেলে দলকে জেতানো, সবারই এমন ইচ্ছা থাকে। আমার আজকে ইচ্ছা পূরণ হলো।'

ইচ্ছাপূরণ হওয়ায় খুশি আফিফ। কিন্তু মাঠে কি বাড়তি উচ্ছ্বাস দেখা গিয়েছে? ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ফিফটি করেও স্বাভাবিক ছিলেন তিনি। কোন উদযাপন নেই। কারণতা নিজেই জানালেন আফিফ, 'আমার যখন ফিফটি হয়েছে তখন আমি খেয়ালও করিনি। তখন আসলে চিন্তা ছিল ম্যাচটা যেন শেষ করতে পারি। ম্যাচ শেষ করে চিন্তা করেছিলাম একটা উদযাপন করব। কিন্তু ম্যাচটা শেষ করতে পারিনি এর আগেই আউট হয়ে গেছি।'

অথচ এই আফিফের আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা ভালো হয়নি। প্রথম বলেই আউট হয়েছেন খালি হাতে। এরপর লম্বা সময় জাতীয় দলের বাইরে। ফের যখন জায়গা পেলেন, নিজের জাত চেনালেন। বোঝালেন লম্বা রেসের ঘোড়াই তিনি, 'বাদ পড়েছি কিন্তু ভেবেছি যখনই সুযোগ পাব নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। (এমন ইনিংসে) আত্মবিশ্বাসটা আরও বাড়বে। সামনে সুযোগ পেলে আরও আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে পারব।'

সোনালীনিউজ/আরআইবি/এএস

Wordbridge School
Link copied!