• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এমন ম্যাচ হেরে কষ্ট পেয়েছেন তাসকিন


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৯, ২০১৯, ০৯:০৯ পিএম
এমন ম্যাচ হেরে কষ্ট পেয়েছেন তাসকিন

ছবি: সংগৃহীত

ঢাকা: অনেক দিন পর স্বরুপে দেখা গেল সাব্বির রহমানকে। রান পাচ্ছিলেন না, মাঠের বাইরে নানা বিতর্ক তাঁকে ঘিরে রেখেছিল। বিষম এই চাপ থেকে মুক্তি পেতে সাব্বিরের ফর্মে ফেরাটা জরুরি ছিল। শনিবার রংপুর রাইডার্সের বিপক্ষে দু্র্দান্ত এক ইনিংস খেললেন সাব্বির।

তবে দিন শেষে বৃথা গেছে তাঁর ৫১ বলে ৮৫ রানের ইনিংসটি। পাঁচ চার আর ছয় ছক্কায় সাজানো ইনিংসটি সাব্বিরের ফিরে আসার বার্তাই দিল। সাব্বিরের ইনিংসের ওপর ভর করেই আগে ব্যাট করে সিলেট সিক্সার্স তোলে ১৯৪ রান। বোলারদের ব্যর্থতায় এই রানও টপকে গেছে রংপুর রাইডার্স। তাই দুরন্ত ইনিংস খেলেও সাব্বিরকে থাকতে হলো পরাজিত দলে।

ম্যাচটি সিলেট জিতলে নিশ্চিতভাবেই ম্যান অব দ্য ম্যাচ হতো সাব্বির। তখন সংবাদ সম্মেলনে তিনিই আসতেন। এদিন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এলেন তাসকিন আহমেদ। যিনি এখনো অবধি ১৪ উইকেট নিয়ে সবার ওপরে অবস্থান করছেন। রংপুরের বিপক্ষে একটু খরুচে হলেও ৪ উইকেট শিকার করেছেন।

দল না জেতায় কষ্ট পেয়েছেন তাসকিন। তাঁর কষ্ট লেগেছে সাব্বিরের জন্যও, ‘ব্যক্তিগতভাবে খুবই খারাপ লেগেছে ম্যাচ হারার পর। ম্যাচটা জিতলে হয়তো ও ম্যান অব দ্য ম্যাচ হতো। আমি আসলে খুবই কষ্ট পেয়েছি। ওর জন্য হলেও জেতা উচিত ছিল ম্যাচটা।’

এই বিপিএলে অন্যরকম লাগছে তাসকিনকে। নিয়মিত উইকেট পাচ্ছেন। ৭ ম্যাচে ১৪ উইকেট তুলে নিয়েছেন। শনিবারের ম্যাচে আউট করেছেন এবি ডি ভিলিয়ার্স-রাইলি রুশোদের মতো ব্যাটসম্যানকে। এই আনন্দ তাসকিনের মিলিয়ে গেছে দলের পরাজয়ে, ‘ম্যাচ হারলে একটু খারাপ লাগে। এই ম্যাচটা জেতার খুব ইচ্ছে ছিল। চেষ্টা করেছি। খুবই ভালো ব্যাটিং পিচ। ১৯৪ রান করে হারাটা মোটেও উচিত হয়নি। দুঃখজনক। কিছু কিছু ভুল হয়েছে। কিছু ক্যাচ ছেড়েছি আমরা। কিছু বাজে ওভার গেছে। সব মিলিয়ে এটা দলীয় খেলা। ব্যক্তিগত পারফরম্যান্স যদি বলি, আমি উইকেট পেয়েছি চারটা, কিন্তু খুশি হতে পারছি না। ঠিক আছে, আমি ভালো ভালো চারটি উইকেট পেয়েছি। দিন শেষে এটা দলীয় খেলা। শেষ পর্যন্ত নিজেকে খুশি রাখতে পারছি না ম্যাচ হেরে যাওয়ায়।’

১৯৪ রান করেও হারের ব্যাখ্যা দিতে পারেননি তাসকিন,‘ আসলে কী যে বলব, বলা কঠিন। ১৯৪ করে হারা, আমার কাছে ব্যাখ্যা দেওয়ার ভাষা নেই। ভাগ্য খারাপ যে ছোট ছোট ভুলের কারণে হেরে গেছি। ওদের দলে (রংপুরে) বড় নাম ছিল। ওদের চার সেরা ব্যাটসম্যানকে আউট তো করেছিলাম। শেষের দিকে আসলে ছোট ভুলের কারণে হেরে গেছি।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!