• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এমপি হিসাবে শপথ নিলেন মাশরাফি


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ৩, ২০১৯, ০৩:৪৪ পিএম
এমপি হিসাবে শপথ নিলেন মাশরাফি

ছবি: সংগৃহীত

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। বুধবার (২ জানুয়ারি) ঢাকায় ফিরেছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। বৃহস্পতিবার সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত এই ক্রিকেটার।  

এদিন পাঞ্জাবি-পাজামা পড়ে শপথ নিতে আসেন মাশরাফি বিন মুর্তজা। শপথ গ্রহণ শেষে তিনি বলেন, ‘নড়াইল-২ আসনের ভোটাররা আমাকে স্বতঃস্ফূর্তভাবে বিপুল ভোটে বিজয়ী করেছেন। তাদের কাছে আমি কৃতজ্ঞ। তাই প্রথমেই আমার নিজ এলাকার উন্নয়নে আমি সবচেয়ে বেশি নজর দেব।’

এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, বাংলাদেশ যাতে বিশ্বে সেরা ক্রিকেট দল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে সে জন্য আমি একজন আইনপ্রণেতা হিসেবে চেষ্টা চালিয়ে যাব।

এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (৩০ ডিসেম্বর) মাশরাফি ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট পেয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান পেয়েছেন ৭ হাজার ৮৮৩ ভোট। নড়াইল-২ আসনে মোট ভোটারের সংখ্যা ছিল ৩ লাখ ১৭ হাজার ৮৪৪।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!