• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এমপিভুক্ত শিক্ষকতা গোপন, উপজেলা ভাইস চেয়ারম্যানের পদ হারালেন মাসুমা


ভোলা প্রতিনিধি অক্টোবর ১৮, ২০২০, ০৮:২৬ পিএম
এমপিভুক্ত শিক্ষকতা গোপন, উপজেলা ভাইস চেয়ারম্যানের পদ হারালেন মাসুমা

ছবি: সংগৃহীত

ভোলা : ভোলার লালমোহন উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা খানমকে অবৈধ ঘোষণা করেছে আদালত। একই সাথে শিখা আফরোজকে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। 

রোববার (১৮ অক্টোবর) ভোলার নির্বাচন ট্রাইব্যুনালে এ রায় ঘোষণা করেন বিচারক মুহাম্মদ জাকারীয়্যা। 

এর আগে শিখা আফরোজ নির্বাচন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলার অভিযোগে মুড়ির সাথে ভোটের ব্যবধান, এজেন্ট বের করে দিয়ে জাল ভোট প্রদান ও এমপিভুক্ত স্কুলে চাকরী করে বেতন উত্তোলন করেন মাসুমা বেগম এসব সংযুক্ত করে দেন শিখা আফরোজ। 

২০১৯ সালের মার্চ মাসে লালমোহনে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর প্রায় ২০ মাস পরে রোববার ভোলার নির্বাচন ট্রাইব্যনাল আদালতে এ মামলার রায় ঘোষণা করা হয়। 

রায়ে বিচারক বলেন, ভাইস চেয়ারম্যান একটি লাভজনক পদ এবং এমপিওভুক্ত স্কুলে শিক্ষকতাও একটি লাভজনক পদ। আইন অনুযায়ী একই ব্যক্তি দুটি লাভজনক পদে সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারে না। একারণে মাসুমা বেগমের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয় এবং মামলার বাদী শিখা আফরোজকে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়।

সোনালীনিউজ/এমএইচ/এএস 

Wordbridge School
Link copied!