• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এরশাদের সিদ্ধান্ত প্রত্যাখ্যান


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৯, ২০১৬, ০৬:৪০ পিএম
এরশাদের সিদ্ধান্ত প্রত্যাখ্যান

সোনালীনিউজ ডেস্ক
হুসেইন মুহম্মদ এরশাদের নেয়া এ পর্যন্ত সকল সিদ্ধান্ত জাতীয় পার্টির সংসদীয় দল প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইফ তাজুল ইসলাম চৌধুরী।
আজ বিকালে জাতীয় সংসদ ভবনে জাপার সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এর আগে বিকাল ৩টা ৪৫ মিনিটে জাপার সংসদীয় দলের বৈঠক শুরু হয়। এতে দলের চেয়ারম্যান এইচএম এরশাদ, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সাবেক মহাসচিব রহুল আমীন হাওলাদার, বিরোধীদলীয় চিফ হুইফ তাজুল ইসলাম চৌধুরীসহ জাতীয় পার্টির সব এমপিই যোগ দেন। তবে বৈঠক শুরুর কিছু সময় পর এরশাদ ও রুহুল আমীন হাওলাদার বৈঠক থেকে বেরিয়ে যান। ওই  বৈঠকটি চলে প্রায় এক ঘণ্টা।
বৈঠক শেষে বিরোধীদলীয় চিফ হুইফ তাজুল ইসলাম চৌধুরী বলেন, গত কয়েকদিনে এরশাদ যেসকল সিদ্ধান্ত হয়েছে তা প্রত্যাখ্যান করেছে সংসদীয় দল। একইসঙ্গে এই সিদ্ধান্তগুলো স্থগিত রাখা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে পার্টির প্রেসিডিয়াম এবং যৌথসভায় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আজকের বৈঠকের সিদ্ধান্ত স্থগিতের বিষয়ে এরশাদের সম্মতি ছিল কিনা এমন প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, তিনি সম্মতি দিয়েছেন।  
 উল্লেখ্য, গত রবিবার রংপুরে এক অনুষ্ঠানে জিএম কাদের কাদেরকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ঘোষণা করেন এরশাদ। পরদিন পাল্টা সংবাদ সম্মেলন ডেকে রওশন এরশাদকে জাপার ভারপ্রাপ্ত  চেয়ারম্যান ঘোষণা করেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। আজ দুপুরে ফের সংবাদ সম্মেলনে বাবলুকে অব্যাহতি দিয়ে রুহুল আমীন হাওলাদারকে নতুন মহাসচিব ঘোষণা করেন এরশাদ।
সোনালীনিউজ/ঢাকা

Wordbridge School
Link copied!