• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপে মাশরাফিদের খেলা কবে কখন কোথায়?


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ১০, ২০১৮, ০৫:১২ পিএম
এশিয়া কাপে মাশরাফিদের খেলা কবে কখন কোথায়?

ফাইল ছবি

ঢাকা: আর মাত্র চার দিন পড়েই পর্দা উঠছে এশিয়া কাপের। আগামী ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ১৪তম আসরের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। এবারের আসর বসার কথা ছিলো ভারতে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অপারগতা প্রকাশ করায় এশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই হবে মধ্যপ্রাচ্যে।

এশিয়া কাপের গত আসরটি টি-টোয়েন্টি ফরম্যাটে হলেও এবার হবে ওয়ানডে ফরম্যাটে। ছয় জাতীর ১৩ দিনের এ টুর্নামেন্ট শেষ হবে ২৮ সেপ্টেম্বর। টুর্নামেন্টে অংশ নেয়া দল হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান এবং হংকং। দুই গ্রুপ থেকে শীর্ষ দুইটি করে দল খেলবে সুপার ফোরে। যেখানে চার দল একে অপরের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। সেখানের শীর্ষ দুই দল নিয়ে হবে ফাইনাল ম্যাচ।

দেখে নিন টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি:

গ্রুপ ‘এ’: বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান
গ্রুপ ‘বি’: পাকিস্তান, ভারত, হংকং

গ্রুপ পর্বের সূচি:
১৫ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (দুবাই)
১৬ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম হংকং (দুবাই)
১৭ সেপ্টেম্বর – শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান (আবুধাবি)
১৮ সেপ্টেম্বর – ভারত বনাম হংকং (দুবাই)
১৯ সেপ্টেম্বর – ভারত বনাম পাকিস্তান (দুবাই)
২০ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম আফগানিস্তান (আবুধাবি)

সুপার ফোরের সূচি:
২১ সেপ্টেম্বর- গ্রুপ ‘এ’ বিজয়ী বনাম গ্রুপ ‘বি’ রানার্স আপ (দুবাই)
২১ সেপ্টেম্বর- গ্রুপ ‘বি’ বিজয়ী বনাম গ্রুপ ‘এ’ রানার্স আপ (আবুধাবি)
২৩ সেপ্টেম্বর- গ্রুপ ‘এ’ রানার্স আপ বনাম গ্রুপ ‘বি’ রানার্স আপ (দুবাই)
২৩ সেপ্টেম্বর- গ্রুপ ‘এ’ বিজয়ী বনাম গ্রুপ ‘বি’ বিজয়ী (আবুধাবি)
২৫ সেপ্টেম্বর– গ্রুপ ‘এ’ বিজয়ী বনাম গ্রুপ ‘এ’ রানার্স আপ (দুবাই)
২৬ সেপ্টেম্বর- গ্রুপ ‘বি’ বিজয়ী বনাম গ্রুপ ‘বি’ রানার্স আপ (আবুধাবি)

ফাইনাল: ২৮ সেপ্টেম্বর (দুবাই)

প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!