• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঐক্যফ্রন্টের ঐক্য অটুট থাকুক : কাদের


নিজস্ব প্রতিবেদক জুন ১১, ২০১৯, ০৩:৫১ পিএম
ঐক্যফ্রন্টের ঐক্য অটুট থাকুক : কাদের

ঢাকা : ঐক্যফ্রন্টের ঐক্য অটুট থাকুক এমন প্রত্যাশা ব্যক্ত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঐক্যফ্রন্টকে দায়িত্বশীল ও শক্তিশালী ভূমিকায় দেখতে চায় আওয়ামী লীগ। শক্তিশালী দায়িত্বশীল বিরোধী দল গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য শুভ।’

মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের যৌথসভার শুরুতে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ঐক্যফ্রন্টে ঐক্য নেই, আমরা এটা চাই না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা চাই দেশে একটা দায়িত্বশীল বিরোধী দল গড়ে উঠুক। কিন্তু ঐক্যফ্রন্টের রাজনীতি হচ্ছে বিরোধিতার জন্য বিরোধিতা করা।’ এ জোটটিকে গঠনমূলক রাজনীতি করার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি নিয়ে কোনও আন্তর্জাতিক চাপের কথা অস্বীকার করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘কোনও চাপ তো নেই। তবে বিএনপি বারবার আন্তর্জাতিক মহলের কাছে ধর্ণা দিচ্ছে, নালিশ করছে‌।’

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উদ্বেগ প্রসঙ্গে সড়ক মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার স্বাস্থ্য খারাপ এটা ডাক্তাররা বলছেন না। বিএনপি যদি তার স্বাস্থ্য পরীক্ষা করে থাকে তাহলে ভিন্ন কথা। মির্জা ফখরুল বলেছেন। কিন্তু তিনি কি চিকিৎসক? মূলত বিএনপি খালেদার চিকিৎসা নিয়ে রাজনীতি করছে।’

চলতি মাসের ২৩ তারিখে দলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে স্মরণিকা প্রকাশ, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হালকা আলোকসজ্জার ব্যবস্থা করা হবে বলে প্রেস ব্রিফিংয়ে জানান আওয়ামী লীগের এই শীর্ষ নেতা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংগঠনিক জেলাসমূহ থেকে দুজন প্রবীণ নেতাকে সংবর্ধনা দেওয়ার যে উদ্যোগ ছিল, সেটা মুজিববর্ষে করা হবে বলে জানান কাদের।

যৌথসভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হক, দলের সাংগঠনিক সম্পাদক ও নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দলের আইন বিষয়ক সম্পাদক এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম আতিক, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনসহ ঢাকার দলের জাতীয় সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে নেতারা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!