• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঐক্যফ্রন্টের সঙ্গে ছোট পরিসরে আলোচনায় রাজি আ.লীগ


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৪, ২০১৮, ০৯:৪০ পিএম
ঐক্যফ্রন্টের সঙ্গে ছোট পরিসরে আলোচনায় রাজি আ.লীগ

ঢাকা : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো মীমাংসার লক্ষ্যে ফের ছোট পরিসরে আলোচনায় বসতে আওয়ামী লীগ রাজি বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (৪ নভেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের এমন একটি সময়ে এই বক্তব্য দিলেন, যখন জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ছোট পরিসরে ফের আলোচনার জন্য সংলাপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি পাঠানো হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে অগ্রগতি আছে, তারা চাইলে ছোট পরিসরে আবারও আলোচনা হতে পারে। সংলাপে তারা তাদের দাবিগুলো উপস্থাপন করেছে, আলোচনা হয়েছে। সভা-সমাবেশের অধিকারসহ অনেকগুলো দাবি মেনেও নেওয়া হয়েছে।’

অপরাপর দাবিগুলো নিয়ে আবারও সংলাপ হতে পারে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘অনেক দিনের দূরত্ব, একদিনেই তো আর বরফ গলবে না। আলোচনা অব্যাহত থাকবে।’

সংলাপ শেষ হওয়ার আগে নির্বাচনের তফসিল ঘোষণা না করতে নির্বাচন কমিশনকে ঐক্যফ্রন্টের চিঠি সম্পর্কে জানতে চাওয়া হলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘এটা নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত। নির্বাচন কমিশন স্বাধীন। তফসিল পেছাবেন কি না সেটা তারাই সিদ্ধান্ত নেবেন।’

জেএসসি-জেডিসি পরীক্ষা স্থগিত করে আজ সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীকে কওমি আলেমদের সংবর্ধনা নিয়ে জানতে চাওয়া হলে ওবায়দুল কাদের বলেন, ‘এটা সংবর্ধনা নয়। এখানে কওমি আলেমরা শোকরানা মাহফিলের আয়োজন করেছে, প্রধানমন্ত্রী সেখানে দোয়া নিতে গেছেন।

আওয়ামী লীগের সঙ্গে আল্লামা শফী বা হেফাজতের বিরোধ কখনোই ছিল না। প্রধানমন্ত্রী দেশের জন্য কাজ করছেন। কওমি মাদ্রাসার শিক্ষার উন্নয়নে কাজ করছেন, এর সুফল সবাই পাচ্ছে।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!