• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওবায়দুল কাদেরকে ঘরের বাইরে যেতে প্রধানমন্ত্রীর নিষেধ


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৭, ২০২০, ০৯:২৯ পিএম
ওবায়দুল কাদেরকে ঘরের বাইরে যেতে প্রধানমন্ত্রীর নিষেধ

ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বাসার বাইরে যেতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান করোনা পরিস্থিতির কারণে তাকে বের হতে নিষেধ করেছেন তিনি।

মঙ্গলবার (৭ এপ্রিল) ভিডিও কনফারেন্সে নোয়াখালী জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আজকের এই অনুষ্ঠানে মন্ত্রী ওবায়দুল কাদের থাকতে পারতেন। কিন্তু তাকে বাইরে যেতে নিষেধ করা হয়েছে। আমি তাকে বাইরে বের হতে না করেছি।’

মঙ্গলবার  (৭ এপ্রিল) প্রধানমন্ত্রী গণভবন থেকে সিলেট ও চট্টগ্রাম বিভাগের সব জেলার সঙ্গে মতবিনিময় করেন।

হবিগঞ্জ জেলার সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, ‘বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে বাইরে থেকে কেউ ঢুকলে সঙ্গে সঙ্গে তাদের কোয়ারেন্টিনে নিতে হবে। ইতোমধ্যে এ কার্যক্রম শুরু হয়েছে। এখানে আমি সাবধান করে দিতে চাই, কারও আত্মীয় এটা বলে যেন বের করে নেওয়া না হয়।’

তিনি বলেন, ‘একটা কথা বলতে চাই, যারা হাত পেতে নিতে পারবে না, তাদের খেয়াল রাখতে হবে। আর আমরা যে ত্রাণ দিচ্ছি সাহায্য করছি তা যথাযথভাবে পৌঁছাচ্ছে কিনা তা দেখতে হবে। এখানে জনপ্রতিনিধিদের বিরাট দায়িত্ব রয়েছে। ১০ টাকা কেজি চাল ওয়ার্ড ইউনিয়ন পর্যন্ত চালু করা হবে।’

মৌলভীবাজার জেলার সঙ্গে মতবিনিময়কালে স্থানীয় সংসদ সদস্য স্থানীয় বাজার নিয়ন্ত্রণে চ্যালেঞ্জের কথা জানান।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!