• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৪, ২০১৮, ০৭:১২ পিএম
ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩

ঢাকা: রাজধানীর অদূরে ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলে ৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে।
শুক্রবার (১৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাই উপজেলার বাথুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী মনোয়ার হোসেন বলেন, বাসটি বেপারোয়াভাবে চলতে গিয়ে ওভারটেক করার সময় খাদে পড়ে যায়। আমরা একটু দূরে ছিলাম। বাসে অনেক যাত্রী ছিল। বাস উল্টে যাবার পরপরই আহতরা কেউ কেউ বের হতে থাকে৷ একটু পরই আমরা দুটি মৃতদেহ বের করি। বাকিদের হাসপাতালে পাঠাই। হাসপাতালে নেয়ার পথে আরেকজন মারা যায়।

গোলরা হাইওয়ে থানার সার্জেন্ট মনির হোসেন জানান, ঢাকা থেকে স্বপ্না পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস মানিকগঞ্জ যাচ্ছিল। পথে ধামরাইয়ের বাথুলি পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে হতাহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের ক্লিনিকে নিয়ে যায়। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করেছে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!