• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ওমানি নারীর প্রাইভেটকার চাপায় প্রাণ গেল ৪ বাংলাদেশির


নিউজ ডেস্ক ফেব্রুয়ারি ৩, ২০২০, ০৯:৩৯ পিএম
ওমানি নারীর প্রাইভেটকার চাপায় প্রাণ গেল ৪ বাংলাদেশির

ঢাকা: মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি শ্রমিকের নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত আরও এক বাংলাদেশি। গাড়ির চালক ছিলেন ওমানি এক নারী। 

তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আদম হাসপাতালের মর্গে নিয়ে যায়। আহত ব্যক্তিকে নেজুয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৫টায় রাজধানী মাস্কাট থেকে ৩০০ কিলোমিটার দূরে আদম নামক এলাকায় প্রাইভেটকার চাপায় এ হতাহতের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছে ওমানের বাংলাদেশ দূতাবাস। নিহত চারজনের মধ্যে দুজনের নাম-পরিচয় পাওয়া গেছে। 

তারা হলেন- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তেলিবিল ইউনিয়নের শহিদ আলীর ছেলে সবুর আলী ও একই উপজেলার হাজিপুর ইউনিয়নের বাইলেরপাড় গ্রামের মুসলেম আলীর ছেলে মো. লিয়াকত আলী।

তবে নিহত অপর দুই বাংলাদেশির পরিচয় এখনও জানা যায়নি। এছাড়া আহত ব্যক্তির চট্টগ্রামের রাউজানের বলে জানা গেছে।

বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, কাজ শেষে একটি বাইপাস সড়ক ধরে একসঙ্গে বাইসাইকেল চালিয়ে ফেরার পথে আদম আল বুসাঈদি নামক স্থানে পেছন থেকে দ্রুতগামী একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই চারজন নিহত হন। দূতাবাসের সচিব আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম সোমবার সকালে ঘটনাস্থলে যায়।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!